ইন্ডিয়ান সুপার লিগ(ISL) অভিযানের শুরুতেই মুম্বাইয়ের বিপক্ষে বাগান প্লেয়ারদের প্রচেষ্টা তেমন একটা ফলদ্বায়ক হয়নি। । কাজেই আইএসএলের প্রথম ম্যাচের অস্বস্তি এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দল। এরই মধ্যে বুধবার এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের(AFC champions league tire two) জন্য যাত্রা শুরু করবে মোহনবাগান(Mohunbagan)। এদিন ঘরের মাঠে তাজিকিস্তানের ক্লাব রাভশানের বিরুদ্ধে আক্রমণ সানাবেন মোলিনার(Jose Molina) ছেলেরা। এই ম্যাচ জিতে আইএসএলের আসন্ন ম্যাচ গুলির জন্য খেলোয়ারদের আত্মবিশ্বাস বাড়ানোর পথেই হাঁটছে গঙ্গা পারের দল।
বুধবার এএফসি চ্যাম্পিয়নস লিগ(AFC champions league) ম্যাচের জন্য প্রস্তুত মোহনবাগান(Mohunbagan)
18 তারিখ অর্থাৎ বুধবার তাজিকিস্তানের ক্লাব রাভশানের বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান ব্রিগেড। গত মরশুমের পাশাপাশি চলতি আইএসএলের সূচনাতেও সবুজ মেরুনের দুর্বল রক্ষণভাগ লক্ষ্য করা গিয়েছিল। অন্যদিকে আনোয়ার আলীর মতো একজন দুর্দান্ত ডিফেন্ডারকে হারিয়ে প্রথম থেকেই একজন পজিটিভ যোদ্ধার অভাব অনুভব করছিল মোলিনা। যদিও সেই ক্ষত সারাতে 7 বিদেশি প্লেয়ারও যোগ দিয়েছে বাগানে। নুনো রেইসের মতো পর্তুগাল ফুটবলারকেও সই করিয়ে নিয়েছে মোহনবাগান। তবে চোটের কারণে মাঠে নামানো হয়নি ম্যাকলারেনকে। সব মিলিয়ে বিদেশি প্লেয়ারদের নিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের জন্য একেবারে প্রস্তুত দল। তুখোড় অনুশীলনে সেই ছবিই এক প্রকার স্পষ্ট।
এসিএল টুয়ে দেখা যেতে পারে পর্তুগাল তারকাকে
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাভশান ছাড়া অন্যান্য সব ক্লাবের থেকেই পিছিয়ে রয়েছে মোহনবাগান। যদিও এসিএল টুয়ের ম্যাচ সেই রাভশানের সাথেই হচ্ছে, তবে বিপরীত পক্ষকে কোনও ভাবেই হালকা করে দেখছে না সবুজ মেরুন। বরং আইএসএলের প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আসন্ন ম্যাচে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাগান প্লেয়াররা। এখনও পর্যন্ত যা খবর, সদ্য সই করানো পর্তুগাল খেলোয়াড় নুনো রেইস সহ বাকি 6 বিদেশি ফুটবলারকে রাভশানের বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ ‘সিভিক’ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য, প্রশ্ন নিরাপত্তা নিয়েও
প্রসঙ্গত, সূত্রের খবর, এফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের জন্যই তড়িঘড়ি নাকি দলে নেওয়া হয়েছে পর্তুগাল তারকা নুনো রেইসকে। যাকে মোহনবাগানের রক্ষণভাগ সামলাতে দেখবেন দর্শকরা। আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম রাভশানের এই হাই ভোল্টেজ ম্যাচ ‘স্পোর্টস ১৮’(Sports 18) চ্যানেলে’ লাইভ টেলিকাস্ট হবে। এছাড়াও একাধিক অনলাইন প্লাটফর্মে এই ম্যাচ দেখানো হতে পারে।