Mohammed Shami: অস্ট্রেলিয়ায় ভারতের সঙ্গী হতে চান না মহম্মদ শামি! নেপথ্যে কোন কারণ?

Published On:

বিক্রম ব্যানার্জী: চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি(Mohammed Shami)। মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রিয় তারকার বল হাতে ফেরা যেন ভক্ত হৃদয়ে নতুন আশার আলো জুগিয়েছে। রঞ্জি ট্রফির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং পরবর্তীতে বিজয় হাজারে ট্রফিতেও আক্রমণ শানাতে দেখা যেতে পারে এই ভারতীয় মহা তারকাকে। তবে খেলোয়াড় ফিট থাকা সত্ত্বেও ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে তার উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অজিদের ঘরের মাঠে বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে ক্রমশ জল ঘোলা হচ্ছে। পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে শামিকে(Mohammed Shami) নিয়ে জটিলতা আরও বাড়ল।

বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের গলদঘর্ম অবস্থার পরও মহম্মদ শামিকে নিয়ে উচ্চবাচ্য করেননি রোহিত। দলের কঠিন সময়ে প্রতিমুহূর্তে তারকা পেসারের অভাব বোধ করলেও অস্ট্রেলিয়ায় তাকে সঙ্গী করতে চায় না ভারতীয় দল। কিন্তু কেন? এ প্রসঙ্গে রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন, এমনিতেই চোটে জর্জরিত শামি, এই পরিস্থিতিতে তাঁকে অস্ট্রেলিয়ায় নিয়ে গেলে তিনি যদি ফের চোট পান সেক্ষেত্রে বিষয়টা দলের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। কাজেই চোট সারিয়ে সম্পূর্ণভাবে ফিট অবস্থায় খেলোয়াড়কে দলের পেতেই অজি বাহিনীর বিরুদ্ধে পরিস্থিতি জটিল হলেও শামিকে সমস্যায় ফেলতে চান না হিটম্যান।

বেশ কিছু সূত্র মারফত খবর, শামিও নাকি অস্ট্রেলিয়ায় গিয়ে দলকে সঙ্গ দিতে চাইছেন না। বাংলার হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে খেলোয়াড়ের মাঠ দখলের পরই অনেকে ভেবেছিলেন এবার হয়তো অজিভূমিতে পা পড়বে শামির। তবে সূত্র বলছে, ভারতের তারকা পেসার নাকি এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় যেতে নারাজ। বরং সম্পূর্ণরূপে চোট কাটিয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি এবং আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে চান তিনি। বলা বাহুল্য, গত মেগা নিলামে ভারতীয় পেসারকে 10 কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই অস্ট্রেলিয়ায় না গিয়ে চোট মুক্ত হয়ে পুরোদস্তুর অনুশীলনের মাধ্যমে আসন্ন আইপিএলে নিজেকে প্রমাণ করতে চান ভারতের এই খেলোয়াড়।

আরও পড়ুন: ‘এই প্রজন্ম কে বল করছে সেটা দেখে না’, গাব্বায় টেস্ট শুরুর আগেই আত্মবিশ্বাসী সুর শুভমনের গলায়