Midnapore: প্রতি বছরের ন্যায় এবছরও মেদিনীপুর(Midnapore) সদর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রায় দেড় মাস পূর্বে শুরু হয়েছিল ৬টি ব্লকের মোট ২৬ টি ক্লাবকে নিয়ে প্রথম বিভাগীয় ও দ্বিতীয় বিভাগীয় লীগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা “মহকুমা কাপ-২০২৪”। আজ ছিল দ্বিতীয় বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
আজকের মেগা ফাইনালে অংশগ্রহণ করেছিল মেদিনীপুর শহরের দুই ক্লাব “মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব(Mohammedan Sporting Fan Club), মেদিনীপুর” ও তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছিল “বিজয় একাদশ”। এই খেলায় মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর প্রতিপক্ষ কে বিজয় একাদশ কে কার্যতঃ ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন(Champion) এর শিরোপা অর্জন করে। দ্বিতীয় ডিভিশন লীগে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর এর অধিনায়ক “সেক আব্দুস সালাম” লীগের সর্বোচ্চ গোলদাতা হিসাবে পুরস্কৃত হোন এবং লীগের সেরা গোলকিপার এর খেতাব জিতে নেন এই ক্লাবেরই সহ-অধিনায়ক তথা প্রতিভাবান তরুণ গোলকিপার “আদর্শ লামা”।
ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার সিএমওএইচ মহাশয় সহ বিধায়কে দীনেন রায়,সৌরভ বসু,গোলক মাজি,ইন্দ্রজিৎ পানিগ্রাহী,অমীয় ভট্টাচার্য্য,আমজাদ আলি খাঁন,তারাপদ পাল,রঞ্জিত দাস,আবীর আগরওয়াল,সেক আতাউদ্দিন,গৌতম দেব,সোমনাথ সাহা,অভিজিৎ দাস প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ,সঞ্জিত তোরই সহ সংস্থার কর্মকর্তাগণ।
আরও পড়ুনঃ সরকারি খাতার মলাট বদলে পড়ুয়াদের বিতরণ, চরমে বিতর্ক
মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ ও সঞ্জিত তোরই বলেন -“যুবসমাজকে ফুটবল খেলায় আরও উজ্জীবিত করতে ও মেদিনীপুর তথা জেলার ফুটবল মহলের মান উন্নয়ন এর লক্ষ্যে প্রতি বছরই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করি।মহামেডান ফ্যান ক্লাব চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে উত্তীর্ণ হয়