Matthew Wade: আগেই বিদায় নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে, এবার টি-টোয়েন্টি ও ওয়ানডের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার(Australia) অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড(Matthew Wade)। সূত্রের খবর, মূলত কোচ হিসেবে যুক্ত হওয়ার লক্ষ্যেই নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চাইছেন 36 বছর বয়সী অজি তারকা।
চলতি বছরের গত মার্চ মাসে আন্তর্জাতিক টেস্টকে বিদায় জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার(Australian Cricketer) ম্যাথু। এবার সেই সিদ্ধান্তে নতুন পালক জুড়লেন তারকা। অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন খেলোয়াড়। যদিও কারণ প্রসঙ্গে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান তারকাকে ব্যাট হাতে কিংবা উইকেট কিপারের ভূমিকায় না দেখা গেলেও দেশের হয়ে কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
আশা করা হচ্ছে, আসন্ন পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দেখা যেতে পারে ম্যাথু ওয়েডকে। একই সঙ্গে পাক সিরিজে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড না থাকায় তার দায়িত্ব সামলাবেন কোচ আন্দ্রে বোরোভেচ। জানা যাচ্ছে, প্রধান কোচের দায়িত্বপ্রাপ্ত বোরোভেচের সহকারী কোচের ভূমিকাতেই দেখা মিলবে অস্ট্রেলিয়ান তারকা ম্যাথুর।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে ম্যাথু জানান, ‘আমি নিশ্চিত ছিলাম যে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার গত টি-টোয়েন্টিতেই শেষ হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিং করার ভাবনাচিন্তা বেশ কয়েক বছর আগে থেকেই। সেই নিয়ে দেশের কোচিং বিভাগের সাথে কথাও হয়েছে। অবশেষে সহকারী কোচের ভূমিকায় আসতে পেরে সত্যিই কৃতজ্ঞ।’
আরও পড়ুনঃ মেয়েদের জন্য বাজারে নতুন সঙ্গী TVS Ntorq 125! এর ফিচার অতুলনীয়
বলা বাহুল্য, 2011 সালে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ম্যাথু ওয়েডের। এই দীর্ঘ সময়ের মধ্যে দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অংশীদারও হয়েছেন তিনি। এখনও পর্যন্ত ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে 36 টি টেস্ট, 92 টি টি- টোয়েন্টি এবং 97 টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই অস্ট্রেলিয়ান তারকা।