Manchester City FC vs Liverpool: লিভারপুলের বিরুদ্ধে জায়গা করে উঠতে পারল না গার্দিওলার সিটি, 2-0 ব্যবধানে জয় গাকপোদের

Published On:

বিক্রম ব্যানার্জী: দুঃসময় যেন কাটছেই না ম্যানচেস্টার সিটির(Manchester City)। টানা 6 ম্যাচের পর লিভারপুলের(Liverpool) বিরুদ্ধে 7 নম্বর ম্যাচটিতেও কঠিন পরাজয় দেখল পেপ গার্দিওলার দল(Manchester City)। রবিবার শত্রুপক্ষের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে এক ফোঁটাও জায়গা করে উঠতে পারেননি সিটির(Manchester City) ছেলেরা।

রবিবার প্রিমিয়ার লিগের উত্তেজনামূলক ম্যাচ ছিল আনফিল্ডে। আর সেখানেই ম্যানচেস্টার সিটিকে তার পরাজয় যন্ত্রনা মনে করিয়েছে লিভারপুল। ম্যাচের শুরু থেকেই শত্রু পক্ষকে দমিয়ে রেখেছিল লিভারপুলের ছেলেরা। পরে সেই খরা কাটিয়ে বল পায়ে গোলমুখী হয় সিটি।

তবে কাজের কাজ হয়নি। গাকপো ও সালাহর জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে 2-0 ব্যবধানে হারায় লিভারপুল। সেই সাথে একটানা 7 ম্যাচে হেরে 23 পয়েন্টে জায়গা হয়েছে ম্যান সিটির। অন্যদিকে রবিবারের ম্যাচ পকেটে পুরে 13 ম্যাচ শেষে 8 পয়েন্ট ব্যবধানে এগিয়ে 34 পয়েন্টে দৌড়াচ্ছে লিভারপুল।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের অন্য আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে 3-0 গোলে ফিরতি পথ দেখিয়ে তালিকার 3 নম্বরে উঠে এসেছে চেলসি। একইভাবে রাশফোর্ড এবং জির্কজির দুরন্ত গোল এভারটনের বিরুদ্ধে 4-0 ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের রাস্তা মসৃণ করেছে। বলা বাহুল্য, পরপর 7 ম্যাচে অসমর্থ্য ম্যানচেস্টার সিটি লিভারপুলের কাছে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের 5 নম্বরে নেমে এসেছে।

আরও পড়ুন: এবার থেকে পৃথিবীর সাথে সেলফি তুলতে পারবেন ব্যবহারকারীরা, পথ দেখাবে ইউটিউবারের স্যাটেলাইট