Kylian Mbappe: ‘মেসির কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি’, ‘মানুষটাকে সম্মান জানাতেই হবে’, পিএসজির প্রাক্তন সতীর্থকে নিয়ে অকপট এমবাপে

Published On:

বিক্রম ব্যানার্জী: দুজনেই এখন ভিন্ন ঠিকানায়। পিএসজির সুবাদে আর্জেন্টিনীয় মহা তারকার সতীর্থ হয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার। দীর্ঘদিন সমগোত্রীয় লক্ষ্য নিয়ে একে অপরের কাঁধে হাত রেখে প্রতিপক্ষকে শায়েস্তা করেছেন তারা। তবে বর্তমানে একজনের ঠিকানা ইন্টার মায়ামি, অপরজনের স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। রাস্তা ভিন্ন হলেও পিএসজিতে অপূর্ণ স্বপ্ন রিয়ালের জার্সিতে পূরণ করতে মরিয়া ফ্রান্সের মহতারকা, কিলিয়ান এমবাপে(Kylian Mbappe)। তবে সেই অমসৃণ রাস্তায় হাঁটতে গিয়ে প্রতিবার প্রাক্তন সতীর্থকে স্মরণ করেছেন তিনি(Kylian Mbappe)। লিওনেল মেসির প্রতি সম্মানও বারংবার ধরা পড়েছে ফুটবল তারকার কথাতে।

রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল পায়ে এখনও পর্যন্ত সেভাবে মাঠ জমাতে পারেননি এমবাপে। যার কারণে নানা মহলে সমালোচনার ঝড়ে ভেসেছেন বিশ্বকাপ জয়ী তারকা। যদিও শুরু থেকেই সেসব অকথা-কুকথা পাশ কাটিয়ে এসেছেন তিনি। চলার পথে স্মরণ করেছেন ফুটবলের আদর্শ সন্তান তথা প্রাক্তন সতীর্থকেও। সম্প্রতি এক ফ্রেঞ্চ টেলিভিশনের সাক্ষাৎকারে ফুটবল তারকা জানান, ‘চ্যাম্পিয়নস লিগে ঘিরে তৈরি জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। এই মুহূর্তে পিএসজি যেন চ্যাম্পিয়নস লিগ না যেতে এটাই চাই। কারণ, সেই লক্ষ্য অর্জন আমাকে করতে হবে। আমি নিজেই সেটা জিততে চাই। আশা করি, ভবিষ্যতে জিততে পারবে তারা। এই কারণে তারা বহুবার ভুগেছে। তবে এখন তারা জিতুক না জিতুক আমাকে জিততেই হবে।’

চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে প্রাক্তনদল প্রসঙ্গে কথা বলতে বলতেই আর্জেন্টিনীয় ফুটবলার লিওনেল মেসি প্রসঙ্গে সুর চড়ান এমবাপে। খেলোয়াড় জানান, ‘2022 সালের কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স। তারপর থেকেই মেসির ওপর প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন তিনি। বিশ্বকাপ ফাইনালের পর পিএসজির অনুশীলনে মেসির সাথে দেখা হয়, তখন যথেষ্ট ক্ষুব্ধ ছিলাম তার ওপর। তবে সেই ক্ষোভ এক নিমেষে উবে যায় যখন তিনি বলেন, আমি এরই মধ্যে এটা জিতেছি এবং পরবর্তী সাফল্য সাফল্যের পালা তার।’ এই ঘটনার পর থেকেই মেসির প্রতি দারুন সম্মান তৈরি হয় ফ্রান্স তারকার মনে। এমবাপে বলেন, ‘ওই ঘটনার পর তাকে সম্মান জানাতেই হবে, কারণ মানুষটা মেসি। হাসি-ঠাট্টার মধ্যে দিয়েও আমরা জড়তা কাটিয়ে উঠেছি। কেননা, এর আগে আমরা একই লড়াইয়ে অংশ নিয়েছিলাম। তবে ফাইনালে গিয়ে আমরা স্মৃতি তৈরি করি। আর এই ফাইনাল ম্যাচই আমাদের কাছাকাছি নিয়ে আসে।’

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে শত্রু পক্ষের কাছে পরাজয়ের পর মেসির প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিতে মরিয়া হয়ে উঠেছিলেন এমবাপে। আর সেই খেলোয়াড়ই পিএসজিতে মেসি সতীর্থ থাকাকালীন আর্জেন্টিনীয় মহা তারকার কাছ থেকে শিক্ষা গ্রহণের কথা অকপটে স্বীকার করেছেন। ফুটবলার জানান, ‘মেসি এমন একজন মানুষ যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং জেনেছি। তাকে মাঝেমধ্যেই কৌতূহলের বশে নানান প্রশ্ন করতাম। উত্তরও পেয়েছি সাথে সাথেই।’

আরও পড়ুন: ভারত বিরোধী সিদ্ধান্তে পিসিবির পাশে দাঁড়াল পাক প্রধানমন্ত্রী, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হবে পাকিস্তানের দাবি মেনেই!