KL Rahul: বিরল রেকর্ড গড়ার পথে রাহুল! বক্সিং ডে টেস্টে 3 অঙ্ক পেরোতে পারলেই হ্যাটট্রিক, গুড়িয়ে যাবে রাহানে-শচীনদের রেকর্ডও

Published On:

বিক্রম ব্যানার্জী: বর্ডার গাভাস্কার সিরিজে রাহুলের দাপট দেখছে কামিন্সের দল। বিগত 3 টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন 1 নম্বর জার্সি। সেই সাথে দুটি অর্ধশতরান এসেছে ভারতীয় তারকার ব্যাট থেকে। অজিভূমিতে রাহুল(KL Rahul) যেভাবে পারফর্ম করছেন তাতে আসন্ন চতুর্থ টেস্টেই মেলবোর্নের বক্সিং ডে ম্যাচে বড়সড় নজির গড়তে পারেন তিনি।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কে এল যে ফর্মে রয়েছেন, তা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিরল রেকর্ড গড়তে পারেন তিনি। ধারণা করা হচ্ছে, অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়তে পারলেই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকর ও অজিঙ্কা রাহানেদের রেকর্ড গুড়িয়ে দেবেন রাহুল। কাজেই চতুর্থ টেস্ট ভারতীয় তারকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেখানেই নিজেকে মেলে ধরার সুযোগ থাকবে ভারতের এই তরুণ ক্রিকেটারের কাছে।

মেলবোর্নের মাটিতে অজিদের বিরুদ্ধে টিকে থেকে দূরের লক্ষ্য সুনিশ্চিত করতে হবে রাহুলকে। বক্সিং ডে টেস্টের এই ম্যাচে একবার তিন অঙ্কের গন্ডি পেরোতে পারলেই হ্যাটট্রিক করে ফেলবেন রাহুল। অর্থাৎ ভারতীয় ক্রিকেটার হিসেবে বক্সিং ডে টেস্টে 3টি শতরানের রেকর্ড থাকবে তাঁর নামে। একই সাথে সমগোত্রীয় টেস্টে রাহানে ও টেন্ডুলকরের 2টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলারও সুযোগ রয়েছে কে এলের কাছে।

ফলত নিজের ফর্ম অব্যাহত রেখে মাইলফলক ছুঁয়ে দেখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাহুল। তবে সেই পথ কতটা মসৃণ হবে তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে। কেননা অজি বোলারদের তোপের মুখে পড়ে বহুবার পূর্ব নির্ধারিত লক্ষ্য থেকে ছিটকে যেতে হয়েছে রাহুলকে। এবারেও কি সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাঁকে? নাকি সমস্ত বাধা পেরিয়ে দূরের গন্তব্যে পৌঁছুবেন রাহুল। উত্তর দেবে সময়।

উল্লেখ্য, বক্সিং ডে টেস্টে রাহুলের ঝুলিতে প্রথম সেঞ্চুরি আসে 2021 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেবার বক্সিং ডে টেস্টে প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন রাহুল। প্রথম ইনিংসে 123 এবং দ্বিতীয়টিতে দুর্ভাগ্যবশত মাত্র 23 রানেই সাজ ঘরে ফিরতে হয়েছিল ভারতীয় তারকাকে। এরপর 2023 সালে আবারও সেই চেনা দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকান রাহুল। সেবার বক্সিং ডে টেস্টে আফ্রিকার বিরুদ্ধে প্রথমটিতে 101 এবং দ্বিতীয় ইনিংসে 4 রান করে মাঠ ছাড়েন রাহুল। তবে এবার সেই অপ্রাপ্তি পূরণের সুযোগ রয়েছে ভারতীয় তারকার কাছে। কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে প্রত্যেক মুহূর্তে অজি তারকাদের বাধার মুখে পড়তে হবে কে এলকে।

আরও পড়ুন: ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক, ভারতের নয়’ ‘ওনাকে আমার ভুল করে জাতির জনক বানিয়েছি’, বাপুকে নিয়ে বিস্ফোরক গায়ক অভিজিৎ ভট্টাচার্য