প্রথম কোয়ালিফায়ারে সহজ জয় কলকাতা নাইট রাইডার্সের (KKR)। হায়দ্রাবাদকে (SRH) ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসাবে আইপিএল ২০২৪ (IPL 2024) এর ফাইনালে চলে গেল কেকেআর (KKR)। প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের (Mitchell Starc) আগুনে স্পেলে দুরমুশ হল সানরাইজার্স হায়দ্রাবাদ। অল আউট হল মাত্র ১৫৯ রানে। জবাবে ৩৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল কেকেআর। কেকেআর ১৩.৪ ওভারে ২ উইকেটে করলো ১৬৪ রান।
২৫ কোটির স্টার্ক জ্বলে উঠলেন
বুধবার সন্ধ্যায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। কিন্তু এতদিন ধরে গতানুগতিক বল করে আসা মিচেল স্টার্ক জ্বলে উঠলেন এইদিন। বোঝালেন কেন তিনি আইপিএল-এর সবচেয়ে দামি খেলোয়াড়। তাঁর আগুনে স্পেলে প্রথমেই দুমড়ে গেল এই বারের আইপিএল-এর সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারেই ট্রেভিস হেড কোন রান না করেই সাজঘরে ফিরলেন। তারপর ফিরলেন অভিষেক শর্মা (৩)। তাঁকে ফেরালেন বৈভব অরোরা। এবার নীতীশ কুমার রেড্ডি (৯) এবং শাহবাজ আহমেদকে (০) তুলে নিলেন স্টার্ক। পাওয়ার প্লে-র মধ্যেই হায়দ্রাবাদ ৩৯/৪।
১৫৯ রান করে হায়দ্রাবাদ
এরপর হায়দ্রাবাদের হাল ধরেন রাহুল ত্রিপাঠী ও ক্লাসেন। তাঁদের ৬২ রানের জুটি হায়দ্রাবাদকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রান ত্রিপাঠীর, ৩৫ বলে ৫৫ রান এবং ক্লাসেন করেন ২১ বলে ৩২ রান। শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্সের ২৪ বলে ৩০ রানের ইনিংস। হায়দ্রাবাদ ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে। ৩ উইকেট নেন মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী ২ উইকেট এবং বৈভব, হার্ষিত, নারিন, রাসেল ১ উইকেট করে।
৩৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় কেকেআর-এর
জবাবে ব্যাট করতে নেবে ভালো শুরু করেন কেকেআর-এর ওপেনার নারাইন-রহমানুল্লাহ গুরবাজের জুটি। আফগান উইকেটরক্ষক-ব্যাটার করলেন ১৪ বলে ২৩ রান। নারাইন করলেন ১৬ বলে ২১। তাঁরা আউট হওয়ার পর অবিচল ভাবে খেললেন ভেঙ্কটেশ আইয়ার ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তাঁদের ৯৭ রানের জুটি ১৩.৪ ওভারে ১৬৪/২ স্কোরে পৌঁছে দিল কেকেআর-কে। ৩৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় নিশ্চিত করলো কলকাতা। ভেঙ্কটেশ অপরাজিত থাকলেন ২৮ বলে ৫১ রান করে এবং শ্রেয়স করলেন অপরাজিত ৫৮, খেললেন ২৪ বল।
দ্বিতীয় কোয়ালিফায়ারে আর একটি সুযোগ পাবে হায়দ্রাবাদ
প্রথম কোয়ালিফায়ার জিতে প্রথম দল হিসাবে ফাইনালে পৌছে গেল কলকাতা। যদিও হায়দ্রাবাদের সামনে রয়েছে আরও একটি সুযোগ। এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিজয়ী দলের সঙ্গে খেলবে হায়দ্রাবাদ। তা থেকেই একটি দল যাবে ফাইনালে। জিতলে ফাইনালে ফের কেকেআর-এর মুখোমুখি হবে হায়দ্রাবাদ।