KKR IPL 2025: দল বদলে আরও শক্তিশালী KKR! কারা মাতাবেন এইবারের IPL

Published On:

KKR IPL 2025: অপেক্ষার অবসান! কলকাতায় শুরু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) IPL 2025 অভিযান। প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গত বারের বিজয়ী দল অনেকটাই বদলে ফেলেছে কেকেআর। নেই কাপজয়ী অধিনায়ক শ্রেয়স আয়ার। নেই ফাইনালের সেরা মিচেল স্টার্ক। দেখে নেওয়া যাক কেমন হয়েছে কলকাতার IPL বাহিনী।

প্রথমেই চমক নাইট রাইডার্স অধিনায়ক করেছে বুড়ো ঘোড়া অজিঙ্ক রাহানেকে। মুম্বাইয়ের ব্যাটার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে হলেও আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ২টি শতরান সহ ১৮৫টি ম্যাচে ৪৬৪২ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৩।

নাইট রাইডার্সের বড় শক্তি রিঙ্কু সিং। ভারতের টি২০ দলের নিয়মিত সদস্য তিনি। আইপিএলে ৪৬ ম্যাচে ১৪৩ স্ট্রাইক রেটে করেছেন ৮৯৩ রান তাঁর দখলে। নাইট রাইডার্সের পুরাতন নাইট মণীশ পাণ্ডে একাধিক দল ঘুরে ফের ফিরেছেন কলকাতায়। আইপিএলে ১৭১ ম্যাচে ১২১ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৫১ রান।

২৭টি ম্যাচে ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে ৩৬০ রান করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রভম্যান পাওয়েল এখন কলকাতায়। রয়েছেন তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী৷ দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টর ডি কক এবারে কলকাতার হয়ে খেলবেন। ১০৭ ম্যাচে ২টি সেঞ্চুরি সহ ১৩৪-এর উপর স্ট্রাইক রেটে করেছেন ৩১৫৭ রান। আফগানিস্তানের তরুণ উইকেটরক্ষক ব্যাটার রহমতুল্লা গুরবাজ রয়েছেন দলে।

আইপিএলে নাইটদের অপর এক তুরুপের তাস আন্দ্রে রাসেল। দীর্ঘদিন কলকাতার সদস্য ১২৭ ম্যাচ খেলা রাসেলের স্ট্রাইক রেট ১৭৫। সঙ্গে ঝুলিতে ১১৫ উইকেট। এ বারের আইপিএলের অন্যতম দামি ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার দলের সহ অধিনায়ক।

দলের অন্যতম অস্ত্র হতে পারেন অসি পেসার স্পেন্সার জনসন। রয়েছেন প্রোটিয়া পেসার অনরিখ নোখিয়া। রয়েছেন হর্ষিত রানা।

দলের ভরসা সুনীল নারিন। নাইটদের ঘরের ছেলে বল ও ব্যাট হাতে বহুবার জিতিয়েছেন দলকে। ১৭৭ ম্যাচে ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৫ এবং নিয়েছেন ১৮০ টি উইকেট। ব্যাটার হিসাবেও ধ্বংসাত্মক তিনি। ১৬৬ স্ট্রাইক রেটে ১৫৩৪ রান করেছেন এই ক্যারিবিয়ান তারকা।

ভরসার নতুন নাম বরুণ চক্রবর্তী। নাইটদের পাশাপাশি ভারতীয় দলেও অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই স্পিনার। চ্যাম্পিয়ন্স লিগে ভারতকে জেতাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি। আইপিএলে ৭১টি ম্যাচে ৮৩ উইকেট নিয়েছেন এই বোলার।