Kane Williamson: রুট, কোহলিদের পর এবার সেঞ্চুরি হাঁকালেন উইলিয়ামসন, কিউইদের রানের পাহাড় চড়তে গিয়ে হোঁচট খাচ্ছে ইংল্যান্ড

Last Updated:

বিক্রম ব্যানার্জী: নিউজিল্যান্ড ক্রিকেট দলের মহাতারকা তিনি। বহুবার দলের কঠিন সময়ে ব্যাট ঘুরিয়ে রান হাঁকিয়েছেন এই ক্রিকেটার। বিরাট কোহলি, জো রুট, স্টিভেন স্মিথের সাথে তাঁর নাম জুড়ে ফ্যাব ফোর আখ্যা দিয়েছেন ভক্তরা। তবে প্রথম 3 ব্যাটারই সম্প্রতি সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের অবস্থান অক্ষুন্ন রেখেছিলেন। শত রানের দৌঁড়ে পিছিয়েছিলেন শুধুই কেইন উইলিয়ামসন(Kane Williamson)। এবার তাঁর ব্যাটেও ধরা দিল সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করেই বহু প্রতীক্ষিত শত রানের, খরা কাটিয়েছেন কিউই তারকা(Kane Williamson)।

ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে তৃতীয় হ্যামিলটন টেস্টের 2 নম্বর ইনিংসে লক্ষ্য ছাপিয়ে 156 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন উইলিয়ামসন। যার জেরে বেন স্টোকসের দলকে বড়সড় লক্ষ্যে বেঁধে ফেলেছে নিউজিল্যান্ড। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কেইন উইলিয়ামসনের কাঁধে চেপে 453 রানের মাইল ফলক ছুঁয়ে ইংল্যান্ডের ছেলেদের 658 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউরা। দূরের গন্তব্য পাড়ি দিতে গিয়ে তৃতীয় দিনের শেষ বিকেলে 6 ওভারে মাত্র 18 রান তুলে 2 উইকেট হারায় ইংল্যান্ড।

উইলিয়ামসনের গতিবিধি দেখে মনে হচ্ছিল রান বাড়ানোর দৌঁড়ে সতীর্থদের পেছনে ফেলে এগিয়ে যেতে মরিয়া তিনি। সেঞ্চুরির মাইলফলক ছুঁয়ে দেখবার আগের দিন ইংল্যান্ডের বিরুদ্ধে 50 রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এই মহতারকা। খেলা দ্বিতীয় ইনিংসে গড়াতেই জ্যাকব বেথেলের বল কে বাইরের পথ দেখিয়ে সেঞ্চুরি হাঁকান উইলিয়ামসন। তবে শেষ মুহূর্তে দেড়শোর গণ্ডি পার করে স্পিনার শোয়েব বশিরের বলে ক্যাচ দিয়ে ফেলেন নিউজিল্যান্ড তারকা। বর্তমানে নিউজিল্যান্ডের গেঁথে দেওয়া বিরাট রানের লক্ষ্য তাড়া করতে ব্যস্ত ইংল্যান্ড বাহিনী। যদিও ইতিমধ্যেই 2 ব্যাটারকে হারিয়ে আশঙ্কায় রয়েছে স্টোকসের দল।

আরও পড়ুন: ঘরের মাঠে দ্বিতীয় হার টেবিল টপার বার্সেলোনার, পরাজয়ের কারণ খুঁজতে ব্যর্থ দল!