বিক্রম ব্যানার্জী: কথায় আছে, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। বিশেষত ক্রিকেটে এই নিয়ম যথাযথভাবে প্রযোজ্য। বহুবার বহু কিংবদন্তি খেলোয়াড়ের রেকর্ড ব্যাট হাতে গুঁড়িয়ে দিয়েছেন তরুণ ক্রিকেটাররা। তবে ক্রিকেট জগতের ভগবান শচীন টেন্ডুলকরের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। এই ভারতীয় মহতারকার ঝুলিতে এমন কিছু রেকর্ড রয়েছে যা ভাঙা তো দূর, তার ধারে কাছেও ঘেঁষতে পারেননি অনেকে। এবার সেইসব অসাধ্য সাধনের মধ্যে থেকে অন্যতম একটি রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার জো রুট(Joe Root)। চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে রান করে টেন্ডুলকরের রেকর্ডে থাবা বসিয়েছেন এই শ্বেতাঙ্গ ক্রিকেটার(Joe Root)।
কিউই ব্রিগেডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের ম্যাচে 8 উইকেটে জয়ের রাস্তায় এই কীর্তি গড়েছেন রুট। চতুর্থ ইনিংসের কঠিন পরিস্থিতিতে 15 বলে 23 রানে অপরাজিত থাকার পথে এই রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। যদিও শচীনের রেকর্ড ভেঙেছে তার রানের সংখ্যা। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার লক্ষ্যে মাত্র 49 ইনিংস খেলে 1630 রান পকেটে পুরেছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি খেলোয়াড়। বহু বছর আগে যেই কীর্তি গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। চতুর্থ ইনিংসে 1625 রান ছিল তাঁর। আর এই মাইলফলক ছুঁতে 60টি ইনিংসে ব্যাট ঘোরাতে হয়েছিল তাঁকে। তবে এই কীর্তি 11 ইনিংস কম খেলেই গড়ে ফেলেছেন রুট।
শচীনের রেকর্ড ভাঙার আগে রুট স্বদেশীয় এলিস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের রানের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন। চতুর্থ ইনিংসে 2 টি সেঞ্চুরি ও 8টি অর্ধশতরান রয়েছে রুটের নামে। চতুর্থ ইনিংস পর্বে রুটের দ্রুত রান করার দক্ষতা বারংবার ইংল্যান্ডের জয়ের রাস্তা মসৃণ করেছে। চার নম্বর ইনিংসে পৌঁছে ইংল্যান্ড বাহিনীর কাছে জয়ের লক্ষ্যমাত্রা ছিল 104। যেই রান মাত্র 12 ওভার 2 বলেই উত্তরে গিয়েছিল ইংল্যান্ড। বলা বাহুল্য, ভারতের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে শচীনের রান ছিল 715। অন্যদিকে 1000 রান করে চতুর্থ ইনিংসে দলকে জিতিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। যেখানে ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে জো রুটের রান মাত্র 620।
আরও পড়ুন: একসঙ্গে 86 জন অধ্যাপককে শোকজ, আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষকদের