বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান মতপার্থক্য চরমে উঠেছে। এহেন টানাপোড়েন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি-র চেয়ারম্যান পদে অভিষিক্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহ(Jay Shah)। এই পদের জন্য নির্বাচিত হয়েছিলেন আগেই অপেক্ষা করছিলেন প্রাক্তন পদের মেয়াদ শেষ হওয়ার। তা সম্পূর্ণ হতেই আজ অর্থাৎ 1 ডিসেম্বর আইসিসি প্রধানের সিংহাসনে বসলেন তিনি(Jay Shah)। চেয়ারম্যানের পদ পেতেই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সুর চড়ালেন জয়(Jay Shah)।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বর্তমানে যথেষ্ট চিন্তায় রয়েছে আইসিসি। হাইব্রিড মডেলের দাবি জানিয়ে সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে সেই সিদ্ধান্ত মানতে নারাজ পিসিবি। যদিও পাকিস্তানের বেশকিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশেষ দুই শর্তের ভিত্তিতে হাইব্রিড মডেলে রাজি হয়ে যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় কিছুই স্পষ্ট নয়। এমন সময়ে আইসিসি-র চেয়ারপারসন পদে জয় শাহর অভিষেক হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের অংশগ্রহণ নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা। জয় শাহর মত একজন বিতর্কিত চরিত্রের হাতে আইসিসি প্রধানের দায়িত্বভার আসার পর থেকেই চলমান ভারত-পাকিস্তান সংকট নিরসন নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন এবার হয়তো চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে পারে আইসিসি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছুই জানাননি সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারপারসন জয় শাহ।
উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে আলোচনার জন্য আইসিসির ডাকা বৈঠক ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। ভারত ও পাকিস্তান নিজস্ব সিদ্ধান্তে অটল থাকায় ভার্চুয়াল মিটিং 15 মিনিট গড়াতেই তা বন্ধ হয়ে যায়। আগামীকাল অর্থাৎ সোমবার ফের বৈঠক হওয়ার কথা থাকলেও সূত্রের খবর আগামী 48 ঘণ্টার মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যু নিয়ে নতুন বৈঠকের ডাক দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এমনটাই জানিয়েছে পাকিস্তানের এক অতি পরিচিত ক্রীড়া সংবাদ মাধ্যম।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন মাঠেই সরফরাজ খানকে ঘুষি মারলেন রোহিত, নেট দুনিয়ায় তুঙ্গে চর্চা