Jasprit Bumrah: জন্মদিনেই বাজিমাত! কপিল দেব-জাহির খানের পর প্রথম ভারতীয় বোলার হিসেবে নয়া রেকর্ড বুমরাহর

Published On:

বিক্রম ব্যানার্জী: শুক্রবার অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই জাদু দেখালেন বার্থডে বয় জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। বল হাতে আক্রমণ শানাতে নেমেই অস্ট্রেলিয়ান ব্যাটার ওসমান খাজাকে ফিরতি পথ দেখান তিনি(Jasprit Bumrah)। সেই সাথে টেস্ট ইতিহাসে মাত্র এক বছরে 50টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেটধারী পেসারদের তালিকায় যোগ দিলেন বুমরাহ(Jasprit Bumrah)।

ম্যাচ শুরুর কয়েক মুহূর্তের মধ্যে অজি তারকার উইকেট ভেঙে অস্ট্রেলিয়ার পথ শুধুই কঠিন করে দেননি তিনি। বরং টেস্ট ইতিহাসে সর্বোচ্চ 50টি উইকেট ছিনিয়ে ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় কপিল দেব এবং জাহির খানের পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নিজের জায়গা দখল করেছেন বুমরাহ। তিনিই প্রথম ভারতীয় বোলার যে কিনা কপিল-জাহিরের পর মাত্র এক বছরে টেস্ট ক্রিকেটে 50টি উইকেট শিকার করেছেন।

আজ অর্থাৎ 6 ডিসেম্বর 31 বছরের সিঁড়িতে পা রেখে ভারতের ঝুলিতে নতুন রেকর্ড যোগ করেছেন বুমরাহ। বলা বাহুল্য, নিজের 11তম টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়েছেন ভারতীয় মহাতারকা। চলতি বছর বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিতের বিকল্প হিসেবে অজি শিবিরের বিরুদ্ধে ভারতের অধিনায়কের দায়িত্ব কাঁধে ওঠে বুমরাহর। দলের সেই দায়িত্ব নিজস্ব কর্তব্যবোধ থেকে ভাল ভাবেই পালন করছেন তিনি। যার প্রমাণ পার্থের বর্ডার গাভাস্কার ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স।

প্রসঙ্গত, চলতি বছর মাত্র 19 ম্যাচে 65টি উইকেট ভেঙেছেন বুমরাহ। যা তাকে সব ক্রিকেট ফরম্যাটের তালিকায় শীর্ষে জায়গা দিয়েছে। টেস্ট ক্রিকেটের পাশাপাশি গত জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। এই তারকা পেসার টি-টোয়েন্টি সিরিজের 8 ম্যাচে 15টি উইকেট ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে উঠে আসেন। চলতি অস্ট্রেলিয়া টেস্টেও বুমরাহর অনবদ্য পারফরম্যান্স বলে দিচ্ছে ভবিষ্যতে অজিদের দুরবস্থার কথা।

আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট চালু হতে চলেছে শ্রীঘ্রই, কোন ছক কষছে ইউনূসের সরকার?