প্রতিপক্ষ ব্যাটারের মনে ভয় ধরাতে সিদ্ধহস্ত ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ঝোড়ো গতি এবং কব্জির জোরের সংমিশ্রণে সুইং, ইয়র্কার ও বাউন্সারে এক প্রকার নাজেহাল হয়ে যান তাবড় তাবড় ব্যাটসম্যান। নিজের বিশ্ব জোড়া খ্যাতি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত বুমরাহও। তবে সম্প্রতি কানে আসছে অন্য খবর। ভারতের এই ধুরন্ধর বোলারকে নাকি পিছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের নাসিম শাহ। এমনটাই দাবি করেছেন সেদেশের আরেক তরুণ ক্রিকেটার ইহসানউল্লাহ।
অতি সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য মারফত খবর, অন্যতম সেরা পেসার হওয়ার দৌঁড়ে বুমরাহর তুলনায় নাসিম শাহকে এগিয়ে রাখছেন পাকিস্তানের ডান হাতি বোলার ইহসানউল্লাহ। সতীর্থ প্রসঙ্গে ইহসানউল্লাহ জানান, বুমরাহর চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন নাসিম। তাকে যদি বুমরাহর সাথে নাসিমের তুলনা করতে বলা হয় সেক্ষেত্রে তিনি সব সময়ই নাসিমকে এগিয়ে রাখতে চান। কারণ পাকিস্তানের নাসিম শাহ এখন দুর্দান্ত বোলার। বুমরাহর সম্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন তুলে এদিন ইহসানউল্লাহের সংযোজন, ভারতের বুমরাহ তার ক্যারিয়ারে যা পারফর্ম করেছেন তার থেকে অনেক ভাল পারফর্ম করে নাম করেছেন নাসিম।
আরও পড়ুনঃ শুভজিৎ রায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী, অগ্রাধিকার স্থানীয় কর্মীকেই
উল্লেখ্য, পাকিস্তানের তরুণ বোলার নাসিম শাহের জন্ম 2003 সালের ফেব্রুয়ারি মাসে। খাইবার পাখতুনখোয়ায় জন্ম এই ডান হাতি ফাস্ট বোলারের ক্রিকেট ক্যারিয়ারে অভিষেক হয়েছিল 21 নভেম্বর, 2019 সালের পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্টের হাত ধরে। পাকিস্তানের এই ক্রিকেট তারকা দলের হয়ে শেষ টেস্ট খেলার সুযোগ পান বাংলাদেশের ম্যাচে (2020)। এখনও পর্যন্ত নিজের ক্রিকেট ক্যারিয়ারে ওয়ান ডেতে 32টি, টোয়েন্টিতে 24 টি, এবং টেস্ট ক্রিকেটে 54 টি উইকেট নিয়েছেন এই খেলোয়াড়। যা অন্তত বুমরাহর তুলনায় অনেকটাই কম।