Jacob Bethell: বিগত টেস্ট সিরিজে পাকিস্তানের(Pakistan) কাছে দুরমুশ হওয়া ইংল্যান্ড(England) আগামী নিউজিল্যান্ড(New Zealand) টেস্ট সফরের জন্য দল ঘোষণা করে ফেলেছে মঙ্গলবারই। এদিন 3 টেস্ট সিরিজের উদ্দেশ্যে যে দল ঘোষণা করা হয়েছে তাতে নাম রয়েছে অলরাউন্ড জ্যাকব বেথেলেরও(Jacob Bethell)। ইংল্যান্ডের জাতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া এই তরুণ ক্রিকেটার তার গোটা ক্যারিয়ারে মাত্র 20 টি ম্যাচে নিজের ছাপ রাখতে পেরেছেন। আর তাকে নিয়েই 16 সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার ইংল্যান্ড যে 16 সদস্যের দল ঘোষণা করেছে তাতে নাম নেই কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথের। সূত্রের খবর, পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। ফলত তার জায়গাতেই কিউইদের বিরুদ্ধে মাঠ দখলের সুযোগ পেয়েছেন জ্যাকব বেথেল। যদিও প্রথম শ্রেণীর ইনিংসে খুব একটা অভিজ্ঞ নন এই খেলোয়াড়।
তরুণ ক্রিকেটারের ক্যারিয়ারে চোখ রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি।
তবে প্রতিটি ম্যাচ মিলিয়ে 25.44 স্ট্রাইক রেটে 778 রান করেছেন এই 21 বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার। সেই সাথে 5 টি ফিফটিও রয়েছে তার। ব্যাট করার পাশাপাশি বল হাতেও মোটামুটি ছন্দে রয়েছেন এই তরুণ তুর্কি। টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণীর ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত 7 টি উইকেট তুলেছেন বেথেল। পাশাপাশি 21 লিস্ট এ ম্যাচে 19 টি ও ওয়ানডেতে 4 টি উইকেট এসেছে এই খেলোয়াড়ের নামে।
আরও পড়ুনঃ পাকিস্তানি টিকটক তারকার গোপন ভিডিও ফাঁস হতেই শুরু হয়েছে ট্রল!
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতে খড়ি হয় বেথলের। এরপরই কার্ডিফে ব্যাট হাতে প্রতিপক্ষকে ঝোড়ো হাওয়া দেখিয়েছিলেন ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার। সেই স্মরণীয় ম্যাচে 24 বলে 44 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপরই বোর্ড কর্তাদের চোখে পড়ে যান টেস্ট সিরিজে জাতীয় দলের সুযোগ পাওয়া এই খেলোয়াড়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগত ওয়ানডেতে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি বেথলকে। কাজেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচগুলিতে গুলিতে সেই অপ্রাপ্তি পূরণের চেষ্টায় থাকবেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।