ISL History: শুরু হতে চলেছে ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ একবার ফিরে দেখা(ISL History) যাক। ভারতীয় ফুটবলের দুনিয়ায় জনপ্রিয় অন্যতম স্তম্ভ ইন্ডিয়ান সুপার লিগের কিছু পরিসংখ্যান। ইন্ডিয়ান সুপার লিগ ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে আই এস এল তার নিজের ল্যান্ডমার্ককে আরো সমৃদ্ধ করে তুলেছে। ফুটবলের দুনিয়ায় পরিসংখ্যান, রেকর্ড সব জায়গাতেই বিশাল ভূমিকা পালন করে আইএসএল।
ISL-এ সবচেয়ে সফল দল হিসেবে মুকুট ছিনিয়ে নিয়েছে তার নাম ATK ২০১৪ সালের উদ্বোধনী মরশুমে ATK জয়ের শিরোপা জিতেছিল। তারপর ২০১৬ এবং ২০১৯-২০ র ময়দানেও ATK ISL-এর শিরোপা ছিনিয়ে নেয়। ফলে তিনটি আইএসএল শিরোপা নিয়ে সবচেয়ে সফল দলের মুকুট যার মাথায় উঠেছে সেই ফুটবল দলটি হল ATK.
এছাড়াও ২০১৫ সালে চেন্নাইয়ান এফসি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। আর ২০১৭ এবং ২০১৮ সালে শীর্ষ সম্মান জিতেছে। ২০২০- ২১ এবং ২০২৩-২৪ সালে মুম্বই সিটি এফসি শিরোপা জিতেছে। মোহনবাগান সুপার জায়ান্ট, হায়দ্রাবাদ এফসি এবং বেঙ্গালুরু এফসি, এই তিনটি ফুটবল দলও আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল।
আরও পড়ুনঃ পাকিস্তানের ঘরে পাকিস্তানকে ধুয়ে দিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাংলাদেশের
তবে ২০১৪ এবং ২০১৯-২০ ISL জয়ের সময় একই দলের সঙ্গে একাধিক আইএসএল শিরোপা জিতে নিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস, যিনি একমাত্র প্রধান কোচ হয়েছিলেন। এই আইএসএল এর ইতিহাসে প্রথম গোলদাতা(First Goal Scorer) হিসেবে যার নাম উঠে আসে তিনি হলেন ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু তেফেরার(Fikru Teferra)। ২০১৪ সালের ১২ ই অক্টোবর কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে আইএসএল এর উদ্বোধনী ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ATKর হয়ে ২৭ মিনিটের মাথায় ফিকরু গোল করেন। সেই ম্যাচ ATK জেতে ৩-০ গোলে। আইএসএল এর মরশুমে এরকম আরো পরিসংখ্যান জানার জন্য নজর রাখুন এই প্রতিবেদনে।