আইএসএল ২০২৪-২৫ (ISL 2024-25) মরশুমের চলতি বছরের সূচি প্রকাশিত হয়েছে। গত মরশুমে আইএসএল-এ নবম স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল। এই বছর যথেষ্ট শক্তিশালী দল করেছে তারা। মোহবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডানও এই বছর প্রথমবার আইএসএল খেলবে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। তারপরের দিনই ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে তাদের আইএসএল যাত্রা শুরু করবে লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুনঃ গাড়ি দুর্ঘটনার হাত থেকে স্বস্তি, 6 এয়ারব্যাগ সহ সেরা গাড়ি Citroen C3! দাম গরিবের মনের মতো
ডার্বি রয়েছে কবে?
এবারে কলকাতা থেকে তিন প্রধানই অংশ নিচ্ছে আইএসএল-এ। তাই ডার্বি হবে মোট ৬টি। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ডার্বি খেলবে।
প্রথম ডার্বি ৫ অক্টোবর যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান। ১৯ অক্টোবর হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি।
ইস্টবেঙ্গলের আইএসএল সূচি-
১) ১৪ সেপ্টেম্বর- বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল
২) ২২ সেপ্টেম্বর- কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল
৩) ২৭ সেপ্টেম্বর- ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
৪) ৫ অক্টোবর- জামসেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল
৫) ১৯ অক্টোবর- ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
৬) ২২ অক্টোবর- ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল
৭) ৯ নভেম্বর- ইস্টবেঙ্গল বনাম মহামেডান
৮) ২৯ নভেম্বর- ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড
৯) ৭ ডিসেম্বর- চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল
১০) ১২ ডিসেম্বর- ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি
১১) ১৭ ডিসেম্বর- ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি
১২) ২১ ডিসেম্বর- ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
১৩) ২৮ ডিসেম্বর- হায়দ্রাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল