বিক্রম ব্যানার্জী: আগামী 27 নভেম্বরের আসন্ন 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের বিরুদ্ধে কোমর বেঁধে তৈরি হচ্ছে আয়ারল্যান্ডের নারীবাহিনী(Ireland women’s Team)। ইতিমধ্যেই আইরিশ ক্রিকেট বোর্ডের তরফে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। পদ্মা পাড়ের বাংলাদেশের বিরুদ্ধে আয়ারল্যান্ডের মেয়েদের রণক্ষেত্র এবার মিরপুর। সিরিজের সবকটি ম্যাচ সেখানেই অনুষ্ঠিত হবে।
নিজস্ব অস্ত্রের সদ ব্যবহার করতে চলতি মাসেই ওপার বাংলায় পা রাখবে আয়ারল্যান্ডের মহিলা বাহিনী। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ 27 নভেম্বর শুরু হয়ে পরবর্তী দ্বিতীয়টি 30 ও শেষ দুটি ম্যাচ 2 ডিসেম্বরে হওয়ার কথা। আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজ শেষে আগামী 5 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
কাজেই প্রথমে ওয়ানডে সিরিজ এবং তারপর 3 ম্যাচের 20 ওভারে বাংলাদেশের নারী বাহিনীকে আরও একবার পরাস্ত করার সুযোগ রয়েছে আইরিশদের হাতে। অন্যদিকে আয়ারল্যান্ডের কাছে নিজেদের সম্মান রক্ষার্থে দুর্দান্ত ছন্দে দেখা যেতে পারে বাংলাদেশের মেয়েদের। তবে দুই দলের আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে শেষ হাসি কে হাসে সেদিকেই চোখ থাকবে সকলের।
এক নজরে আয়ারল্যান্ড মহিলা স্কোয়াড: গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, অ্যামি হান্টার, সারাহ ফোরবেস, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, অ্যালিস টেক্টর ও ফ্রেয়া সারগেন্ট।
আরও পড়ুন: নেটফ্লিক্সের প্যারিস ও অ্যামস্টারডাম অফিসে তল্লাশি, জানা গেল আসল কারণ!