Australia: অজি সাংবাদিকদের পাত্তাও দিলেন না জাদেজা! বিমানবন্দরে বিদেশি মহিলা সাংবাদিকের সাথে বাকবিতণ্ডায় জড়ালেন কোহলিও, চাপ বাড়ল রোহিতদের?

Published On:

বিক্রম ব্যানার্জী: বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের আগে ভারত-অস্ট্রেলিয়ার সাংবাদিকদের নিয়ে রবিবার একটি 20 ওভারের ম্যাচ আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে মেলবোর্নের(Australia) জংশন ওভালের সেই ম্যাচের লড়াই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারত। সেই সাথে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের বিরুদ্ধেও নাকি লড়তে হচ্ছে রোহিতদের। সূত্রের খবর, শনিবার অজি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া তো দূরত্ব অস্ত তাদের মুখোমুখিই হননি অভিজ্ঞ খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। যেই কারণে ইতিমধ্যেই ভারতীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ম্যাচ বয়কট করা হয়েছে।

অস্ট্রেলিয়ার এক জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার অস্ট্রেলিয়ান সাংবাদিকরা রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে গেলে বাধাগ্রস্ত হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, তাদের সাথে সেভাবে কথা বলতেই রাজি হননি জড্ডু। অজি সংবাদমাধ্যম দাবি করছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট নাকি তারকা অলরাউন্ডারকে কোনও রকম প্রশ্ন করতে নিষেধ করেছে। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমকে নাকি জাদেজা হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন। তবে দেশীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মতামত জানালেও ভিনদেশি সাংবাদিকদের উত্তরে না বলেছেন খেলোয়ার।

রবীন্দ্র জাদেজার এহেন সিদ্ধান্তে যথেষ্ট হতাশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সাংবাদিকরা। যার প্রভাব গিয়ে পড়েছে সরাসরি ভারতীয় সাংবাদিকদের ওপর। ভারতের সাংবাদিকদের নিয়ে প্রেস ম্যাচ বয়কট করার পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের প্রতি অজি বাসিন্দাদের কুনজর পড়ছে বলেও মনে করছেন অনেকে। পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে ভিনদেশে তৈরি হয়েছে আরও এক নতুন সমস্যা। জানা যায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছতেই এক নারী সাংবাদিকের সাথে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতীয় মহতারকা বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, মেলবোর্ন বিমানবন্দরে নামতেই কোহলির উদ্দেশ্যে ছুটে যান এক অস্ট্রেলিয়ান মহিলা সাংবাদিক। আর এর পরই নাকি ভারতীয় তারকার রোষের মুখে পড়তে হয় তাকে। অজি সাংবাদিকরা দাবি করছেন, বিমানবন্দরে কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা এবং দুই সন্তানেকে নিয়ে বেরিয়ে আসার সময়ে ওই সাংবাদিক ছবির আবদার করছিলেন। ঠিক সেই মুহূর্তে রেগে গিয়ে সাংবাদিকের উদ্দেশ্যে ঝাঁঝালো মন্তব্য করেন কোহলি, একই সাথে সাংবাদিককে ছবি না তোলারও অনুরোধ করেন ভারতীয় তারকা। তবে জানা গিয়েছে, কিং কোহলির অনুরোধ মানা তো দূরের কথা, বরং তাঁকে উদ্দেশ্য করে সাংবাদিকের বক্তব্য, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই এখানে ছবি তুলতে গেলে কারোর অনুমতির প্রয়োজন নেই।

আরও পড়ুন: ফের ভূমিকম্পের কবলে ভানুয়াতু, ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ বাসিন্দা