Indian Pacer: চেন্নাইয়ে 7 বছরের জার্নি শেষ করে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন ভারতের তারকা পেসার

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: 2018 সালের আইপিএল মরসুম থেকে দীর্ঘ 7 বছর চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে মাঠে দেখা মিলেছে দীপক চাহারের(Indian Pacer)। তবে 2025 আইপিএলে তাকে দেখা যাবে নীল জার্সিতে। হ্যাঁ, এক টানা 7 বছর চেন্নাইয়ে কাটিয়ে অবশেষে ঠিকানা পরিবর্তন করল দীপক চাহার(Indian Pacer)। আসন্ন আইপিএলে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

দীর্ঘদিনের সৈনিককে একেবারেই ছেড়ে দিতে চায়নি চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজি। দীপককে দলে রাখতে মুম্বই ও পাঞ্জাবের সাথে দর কষাকষির ত্রিমুখী লড়াইয়েও অংশ নিতে হয়েছে তাদের। চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকা থেকে বাদ পড়া দীপক চাহারকে কিনতে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে মুম্বই। মুম্বইয়ের পাশাপাশি ধুরন্ধর ডানহাতি বোলারকে দলে ভেড়াতে আটঘাট বেঁধে নেমেছিল প্রীতি জিন্ডার দল পাঞ্জাবও।

তবে শেষ পর্যন্ত 9 কোটি 25 লাখ রুপিতে মুম্বই দলেই জায়গা হয় দীপকের। দীপক চাহারের আগে 2025 আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনের শুরুতেই ডাকা হয়েছিল নিউজিল্যান্ডের তারকা ব্যটার কেইন উইলিয়ামসনের নাম। তবে দুঃখের বিষয় তাকে নিতে এক ফোঁটাও আগ্রহ প্রকাশ করেনি কোনও ফ্রাঞ্চাইজি।

উল্লেখ্য, 2025 আইপিএল মেগানিলামের প্রথম দিন অর্থাৎ রবিবার বিগত সমস্ত রেকর্ড ভেঙে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন ঋষভ পন্থ। দীর্ঘ দর কষাকষির পর 27 কোটি রুপি দিয়ে তাকে কিনেছে গোয়েঙ্কার দল লখনউ। এর আগে 26 কোটি 75 লাখে পাঞ্জাব কিংসে জায়গা পেয়েছিলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকা থেকে বাদ পড়া ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি 45 লাখ দিয়ে ফের টিমে শামিল করেছে শাহরুখের ফ্রাঞ্চাইজি।

আরও পড়ুন: ইতিহাসের শীর্ষতম ধনী ব্যক্তি এখন ইলন মাস্ক, নেপথ্যে শুধুই ট্রাম্পের জয়?