বিক্রম ব্যানার্জী: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে নিজের অসামান্য পারফরম্যান্সের ফল পেয়েছেন ভারতীয় খেলোয়াড় তিলক বর্মা(Tilak Varma)। প্রোটিয়া বোলারদের বিপক্ষে ব্যাট হাতে নিজেকে মেলে ধরেছিলেন তিলক(Tilak Varma)। যার দরুন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় 69 ধাপ এগিয়ে এক লাফে 3 নম্বরে উঠে এসেছেন তিনি। একদিকে ভারতীয় খেলোয়াড়ের সাফল্য, অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে চুনকাম হয়ে চরম অবনতি হয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের খেলোয়াড় বাবর-রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের।
নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন জয় করার পাশাপাশি পাকিস্তানি খেলোয়াড়দের ছাপিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিলক। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিং লিস্টে 3 নম্বর রয়েছেন ভারতীয় তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র তিলক বর্মা। এই তালিকার শীর্ষে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অজি তারকার ঠিক নিচে দ্বিতীয় নম্বরে নাম রয়েছে ফিল সল্টের। ব্যাটসম্যানদের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেরা বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। 5 ধাপ এগিয়ে সেরা বোলার হওয়ার দৌঁড়ে তালিকায় 3 নম্বরে উঠে এসেছেন অ্যাডাম জ্যাম্পা।
ব্যাটারদের তালিকার পাশাপাশি সেরা বোলারদের প্রথম দশের তালিকার ধারেকাছে নেই পাকিস্তানের পেসার ও স্পিনাররা। অস্ট্রেলিয়ার কাছে ধবল ধোলাইয়ের পরই অবনতির শিখরে পৌঁছেছে পাক শিবির। সেরা বোলারদের তালিকা থেকে 10 ধাপ পিছিয়ে 24 নম্বরে জায়গা হয়েছে আফ্রিদির। তবে আফ্রিদির খারাপ সময়ের মধ্যে পাকিস্তান শিবিরে অল্প হলেও আশার আলো জুগিয়েছেন হারিস রউফ। একজন দক্ষ বোলার হিসেবে 4 ধাপ এগিয়ে পাক তারকার বর্তমান অবস্থান 20 নম্বরে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আজ বামেদের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান