বিক্রম ব্যানার্জী: চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব একপ্রকার চরমে উঠেছে। পাকিস্তানের মাটিতে ভারতীয় খেলোয়াড়দের সফর বাতিলের পরই নড়ে চড়ে বসেছে আইসিসি। পাকিস্তানে না গিয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছে ভারত(India)। অন্যদিকে পাকিস্তান(Pakistan) ভারতের দাবি উড়িয়ে নিজেদের পুরনো সিদ্ধান্তে অনড়। এহেন আবহে দুই দেশের টানাপোড়েনের মধ্যে চরম আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
আর এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যেই ভারতের কাবাডি দলের পাকিস্তান সফরও বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা জনিত উদ্বেগের কারণেই এই সফর বাতিল করা হয়েছে বলে খবর। এরই মাঝে আরও এক খবরে বাড়ছে জল্পনা। 23 নভেম্বর থেকে পাকিস্তানের মাটিতে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। এবার সেই ম্যাচেও সমগোত্রীয় কারণ দেখিয়ে ভারতীয় খেলোয়াড়দের পাক সফরে নিষেধাজ্ঞা দেওয়া হলো। যেই সিদ্ধান্তকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের অধিনায়ক দুর্গা রাও টেম্পাকি।
আগামী 23 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত দৃষ্টিহীনদের ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টে অংশ নিতে বুধবার পাঞ্জাবের আটারি ওয়াগা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় ভারতের সেই সফর বাতিল হয়েছে। আর এই বাতিল বিশ্বকাপ সফর নিয়েই বড়সড় মন্তব্য করে বসলেন ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলের অধিনায়ক দুর্গা রাও টেম্পাকি।
পাকিস্তান সফর বাতিল হওয়ার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্গা জানান, ‘আমরা প্রত্যেকটি ম্যাচ যথেষ্ট আবেগ দিয়ে খেলি। প্রতিমুহূর্তে নতুন প্রতিযোগিতার জন্য মুখিয়ে থাকি। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করাটা বিশাল গর্বের। দেশের হয়ে বড় মঞ্চে প্রতিযোগিতা করার সুযোগ হাতছাড়া হওয়া সত্যিই হৃদয়বিদারক। যাইহোক, সামনের বিশ্বকাপে নজর রয়েছে। তার জন্যই জোর কদমে চলছে প্রস্তুতি।’ বলা বাহুল্য, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে দিল্লিতে প্র্যাকটিস ক্যাম্পের আয়োজন করা হয়েছিল দৃষ্টিহীন ক্রিকেটারদের জন্য।
25 জন প্রতিবন্ধী খেলোয়ারকে ডাকা হয়েছিল বিশ্বকাপের চূড়ান্ত টিম বেছে নেওয়ার জন্য। তবে সেই পরিশ্রম ব্যর্থ হওয়ায় দিল্লির প্রস্তুতিপর্ব নিয়ে দুর্গা রাও বলেন, ‘দিল্লিতে একটি সফল ক্যাম্প করা হয়েছে। উদীয়মান প্রতিভাদের দুর্দান্ত পারফর্ম করতে দেখা গিয়েছে। বিশ্বাস আছে দলকে উন্নতির শিখরে পৌঁছে দিতে খেলোয়াড়রা প্রস্তুত। পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারতীয় দলকে প্রাথমিকভাবে অনাপত্তি পত্র দিয়েছিল ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়। তবে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র মেলেনি’
আরও পড়ুন: সাকিব আল হাসানের পর আইপিএল নিলামে জায়গা পেলেন আরেক সাকিব, চেনেন এই ভারতীয় তরুণকে?
Rodrigo Bentancur: বেফাঁস মন্তব্যের জন্য আগামী 7 ম্যাচে নিষিদ্ধ উরুগুয়ের তারকা ফুটবলার, করা হয়েছে জরিমানাও