Champions Trophy: পাকিস্তানের অপেক্ষায় জল ঢালল ভারত! চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে না রোহিত ব্রিগেড

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আইসিসির 2025 চ্যাম্পিয়নস ট্রফির(Champions Trophy) আসর বসছে এবার পাকিস্তানে। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা সেখানে যাওয়ার জন্য অন্তিম পর্বের প্রস্তুতি সারছেন। অন্যদিকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের উপস্থিতি নিয়ে জল ঘোলা হয়েছে অনেকটাই। দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে পাক ময়দানে ভারতীয়দের পা পড়েনি বহু বছর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতীয়দের সেদেশে নিয়ে যাওয়ার জন্য নানান অভাবনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। অসংখ্য অনুরোধ এসেছে পিসিবি প্রধান মহসিন নকভির তরফেও। ফলত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে একপ্রকার আশায় বুক বাঁধছিল পাকিস্তান। এহেন আবহে সেই আশায় জল ঢেলেছে ভারত।

আরও পড়ুন: গজায় নিহতদের 70 শতাংশই নারী ও শিশু, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ

পাকিস্তানের বারংবার অনুরোধ সত্বেও ভারতের তরফে কোনও রকম পাল্টা জবাব মেলেনি। বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছিল, দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। তার বদলে আরব আমিরাতে আইসিসির সেই ম্যাচ স্থানান্তরের কথাও শোনা গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভির তরফে ভারতের ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে নিয়ে যাওয়ার জন্য নানান প্রস্তাব দেওয়া হয়েছিল। বোর্ড প্রধান জানিয়েছিল, ‘তাদের অবস্থান স্পষ্ট, পাকিস্তানে গিয়ে ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে কোনও সমস্যা হলে সেক্ষেত্রে তা লিখিতভাবে জানাক ভারত।’ এছাড়াও হাইব্রিড মডেল সম্পর্কে সিদ্ধান্ত বদলের কথাও জানানো হয় বোর্ড প্রধান নকভির তরফে। তবে পরবর্তীতে সূত্র মারফত জানা যায় হাইব্রিড মডেলে কোনও রকম বদল আনছে না পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হলে ভারতকে তাদের দেশে যেতেই হবে।

ভারতীয় প্লেয়ারদের জন্য হাইব্রিড মডেলে কোনও রকম বদল না আনলেও বেশ কিছুদিন আগে জানা যায়, ভারতীয় দল পাকিস্তানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না চাইলে তারা ভারত থেকেই নিয়মিত পাকিস্তানের উদ্দেশ্যে যাতায়াত করতে পারবে। ভারতীয় খেলোয়াড়দের জন্য পাকিস্তানের দরজা সবসময়ই খোলা। যদিও এই প্রস্তাব বিসিসিআইকে অফিসিয়াল ভাবে দেয়নি পিসিবি। জানা গিয়েছিল, মূলত পারস্পরিক আলোচনার মধ্যে দিয়েই এই নয়া সিদ্ধান্ত ভারতকে জানানোর কথা ভাবছে পাকিস্তান। তবে সদ্য প্রকাশিত এক প্রতিবেদন গোটা বিষয় স্পষ্ট করে দিয়েছে। ভারতীয় দল যে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না এ কথা প্রায় নিশ্চিত। কারন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড়। ভারতের খেলোয়াড়রা পাকিস্তানে গিয়ে কোনও ম্যাচ খেলবে না। বরং পিসিবিকে চিঠি পাঠিয়ে চ্যাম্পিয়নস ট্রফি দুবাইয়ের মাটিতে স্থানান্তরের কথা জানিয়েছে বিসিসিআই।