India Vs Australia: তৃতীয় টেস্টে ভারত-অস্ট্রেলিয়ার পথের কাঁটা বৃষ্টি, টিকিটের মূল্য ফেরত পাবেন দর্শকরা

Published On:

বিক্রম ব্যানার্জী: বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ব্যাট হাতে শুরু করে অজিরা(Australia)। প্রথম দুই টেস্টে সমতায় থাকায় তৃতীয়টিতে জিততে মরিয়া হয়ে উঠেছিল দুই দলই। তবে ম্যাচ কিছু দূর গড়াতেই পথের কাঁটা হলো বৃষ্টি। অজিদের ব্যাটিং দাপট তো দূর অস্ত, 14 ওভারের আগেই বৃষ্টির দাপট দেখে মাঠ ছাড়লেন সকলেই।

আচমকা বৃষ্টি শুরু হওয়ায় ভারতের বিরুদ্ধে মাত্র 13 ওভার 2 বল পর্যন্ত গড়িয়েছে অস্ট্রেলিয়ার রথের চাকা। রোহিতদের কাছে টস হেরে ব্যাট হাতে মাঠে নামা অজি তারকারা বিনা উইকেটে 28 রান তুলে সাজ ঘরে ফেরে। বর্তমানে 33 বলে 4 রানে ব্যাট।করছেন নাথান ম্যাকসুইনি, অন্যদিকে 47 বলের ধাক্কায় মাত্র 19 রান তুলেছেন উসমান খাজা। বৃষ্টি পরবর্তী মুহূর্তে মাঠে নামবেন দুজনেই।

আচমকা বর্ষণের জেরে দুই দেশের খেলোয়াড়দের পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়েছেন ব্রিসবেনে খেলা দেখতে আসা দর্শকরাও। ভারত-অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর দ্বিপাক্ষিক মাঠ দখলের দৃশ্য দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় 30 হাজার দর্শক। বৃষ্টির কারণে তাদের টিকিটের গোটা টাকাটাই জলে যেতে পারতো যদি না ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ভক্তদের হতাশা কাটাতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতো। হ্যাঁ, বৃষ্টির কারণে থমকে যাওয়া ম্যাচের টিকিট মূল্য ফিরিয়ে দেওয়া হবে শনিবারের দর্শকদের।

প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে ঘোষনা না হলেও ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট নেমে এলো 4 দিনে। জানা যাচ্ছে, রবিবার দ্বিতীয় দিনে ন্যূনতম 98 ওভারে লক্ষ্য স্থির এবং পূরণের সুযোগ থাকবে দুই দলের কাছে। ব্রিসবেন আবহাওয় ব্যুরো শহরে 15 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিলেও আজ অর্থাৎ শনিবার ব্রিসবেন জুড়ে বৃষ্টির পরিমাণ 70 মিলিমিটারের কাছাকাছি।

আরও পড়ুন: বাংলার বুকেই আক্রান্ত হিন্দুরা, ভজন শোনায় বেধড়ক মারধর! ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর