India VS Australia: কিউইদের বিরুদ্ধে হারের বদলা অস্ট্রেলিয়াকে দিয়ে তুলবে ভারত! প্রথম টেস্ট শেষে 1-0-তে এগিয়ে বুমরাহর দল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: কিউইদের বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পর অস্ট্রেলিয়ার(Australia) মাটিতে অজিদের(Australia) বিপক্ষে লড়াইটা অল্প হলেও কঠিন হয়ে উঠেছিল ভারতীয়(India) দলের জন্য। প্রথম ইনিংসে 150 রানে অলআউট হয়ে যাওয়া ভারত(India) প্রথম টেস্ট শেষে ঘুরে দাঁড়িয়ে 295 রানের বিরাট ব্যবধানে জয় হাসিল করেছে। বর্তমানে বর্ডার গাভাস্কার ট্রফিতে 1-0-তে এগিয়ে বুমরাহের দল(India)।

ভারতের দুর্দান্ত ব্যাটিং দ্বিতীয় ইনিংসের পর অস্ট্রেলিয়ার পরাজয়কে একপ্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। 534 রানের বড় লক্ষ্যে অস্ট্রেলিয়াকে বেঁধে রেখেই আক্রমণ শানাতে মাঠে নামে সিরাজরা। ভারতীয় বোলারদের কব্জির জোরের সামনে একে একে মাথা ঠেকিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ভারতের বিরুদ্ধে এবারের পরিস্থিতি যে কঠিন হয়ে উঠেছে তা তৃতীয় দিনেই বুঝে গিয়েছিল শ্বেতাঙ্গদের দল।

তবে লড়াইয়ে কোনও কমতি রাখেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে 238 তুলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়ে ছিল অজিরা। দ্বিতীয় দিনের ম্যাচে জসপ্রীত বামরাহ ও সিরাজ 3টি করে উইকেট তুলেছেন। সেই সাথে প্রথম দিনের পর দ্বিতীয় দিন থেকে ভারতের দুর্দান্ত শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের জয়ের একটা বড় রাস্তা খুলে দিয়েছিল।

অজি বাহিনীর বিরুদ্ধে জয়সওয়াল 161 রান, লোকেশ রাহুল 77 এবং নীতিশ কুমার রেড্ডি ও বিরাট কোহলি যথাক্রমে 38 ও 100 রান করে অপরাজিত থেকেছেন। ম্যাচ শেষে 6 উইকেট হারিয়ে 487 রানে ভারত ইনিংস ঘোষণা করলে তার জবাবে হেড 89 রানের দুর্দান্ত ইনিংস খেলেও শত্রুপক্ষের বিরুদ্ধে জায়গা করতে পারেনি। প্রথম টেস্টের শেষে ভারতের 534 রানের লক্ষ্য তাড়া করা অজি শিবির থেমেছে 238-এ।

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া টেস্টে তুমুল হেনস্থার শিকার প্রাক্তন পাক তারকা ওয়াসিম আকরাম