India VS Bangladesh U-19: এশিয়া কাপে ছেলেদের অপ্রাপ্তি ঘোচালো ভারতের অনূর্ধ্ব-19 নারী দল, পরাজয়ের কারণ খুঁজছে বাংলাদেশ?

Published On:

বিক্রম ব্যানার্জী: গত অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়ে পড়েছিল ভারতের যুবদল। সম্মান রক্ষার লড়াইটা ওপার বাংলার ছেলেদের বিরুদ্ধে হাসিমুখে শেষ করে উঠতে পারেনি ভারত(India)। তবে সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ম্যাচে বাংলাদেশি মহিলা। দলের বিরুদ্ধে অপ্রাপ্তি ঘুচিয়েছে নিকি প্রসাদের ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচেই ভারতীয় কিশোরীরা পদ্মা পাড়ের(Bangladesh) মেয়েদের ফিরতি পথ দেখিয়েছে।

সুপার ফোরের প্রথম ম্যাচেই টস যুদ্ধে পরাজিত হয়ে ব্যাট হাতে মাঠে নামতে বাধ্য হয় বাংলাদেশের মেয়েরা। তবে রণক্ষেত্রে পা রেখে কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে যায় ওপার বঙ্গের উদ্বোধনী জুটি। মাত্র 14 রানে ইভাকে সাজ ঘরে ফেরান ভারতের মেয়ে আয়ুশি শুক্লা। এরপরই পদ্মা পাড়ের ব্রিগেডে ক্রমশ ধ্বস নামতে শুরু করে। ইভা চলে যাওয়ার পর ম্যাচ কিছুটা গড়াতেই বাংলাদেশের আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়াকে উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হয়। নেপথ্যে সেই আয়ুশি।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থা যখন একেবারে শোচনীয় ঠিক সেই অন্তিম মুহূর্তে নবম জুটির কাঁধে ভর করে সম্মান রক্ষার লড়াইটা কিছুক্ষণ ঠেকিয়ে রাখে বাংলাদেশ। তবে সেই চেষ্টায় বেশিক্ষণ অটল থাকতে হয়নি ইভাদের। ভারতের এম ভিনোদের বলে উইকেট ভাঙে নিশির। যদিও শেষ পর্যন্ত 11 রানে অপরাজিত ছিলেন ওপার বাংলার হাবিবা। মজার বিষয় হলো, ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বাংলাদেশের 4 ব্যটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

এদিকে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আয়ূশি শুক্লা। আয়ুশি ছাড়াও এদিন সোনম যাদব 2টি, মিথিলা ও শবনম শাকিল একটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের তৈরি লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। নিশিদের তৈরি 81 রানের লক্ষ্য খুব সহজেই হাসিল করেছে ভারত। যদিও এই মসৃণ পথ অতিক্রম করতে প্রথম 22 রানেই 2 উইকেট খোঁয়াতে হয়েছিল নিকি প্রসাদদের।

আরও পড়ুন: তীব্র স্বাস্থ্য সঙ্কটের মধ্যেও ইজরায়েলকে দাঁতভাঙ্গা জবাব দিতে মরিয়া হামাস! নিয়োগ করা হলো 4 হাজার নতুন সেনা