IND vs ZIM T20: জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হারলো টিম ইন্ডিয়া

Published On:

জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজ টিম ইন্ডিয়া ১৩ রানে হারলো। ১১৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে জিম্বাবুয়ের বোলারদের দাপটে টিম ইন্ডিয়া ১৯.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়ে গেল।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ভারতীয় স্পিনাদের সামনে ভালোভাবে ব্যাটিং করতে পারেনি। জিম্বাবুয়ে ২০ ওভারে নয় উইকেটে ১১৫ রান করে। ভারতের হয়ে রবি বিষ্ণোই ৪ উইকেট, ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নেন। মুকেশ কুমার ও আবেশ খান একটি করে উইকেট নেন।

আরো পড়ুনঃ মানুষ নয়, আত্মহত্যা করল রোবট, নেপথ্যে কোন কারণ?

১১৬ রানের টার্গেট নিয়ে খেলতে শুরু করে টিম ইন্ডিয়া একের পর এক উইকেট হারাতে থাকে। শুভমান গিল কিছুটা লড়াই করে সর্বোচ্চ ৩১ রান করেন। শেষের দিকে আবেশ খান ১৬ ও ওয়াশিংটন সুন্দর ২৭ রানের ইনিংস খেললেও ভারতকে জেতাতে পারলো না।