IND C VS PAK C : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনালে আজ ভারত চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

টি টোয়েন্টি ফরমেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৪ এর ফাইনাল আজ শনিবার ১৩ই জুলাই এজবাস্টনে ভারত চ্যাম্পিয়নরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়।

যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারতীয় চ্যাম্পিয়ন দল শুক্রবার নর্থহ্যাম্পটনে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের ৮৬ রানে পরাজিত করে ফাইনালে উঠেছে। অপর দিকে প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নদের ২০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ইউনিস খানের নেতৃত্বাধীন পাকিস্তান চ্যাম্পিয়নরা।

ভারত চ্যাম্পিয়ন এবং পাকিস্তান চ্যাম্পিয়নদের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনাল ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করবে। এবং অনলাইনে ফ্যানকোড অ্যাপ সরাসরি সম্প্রচার করবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়।


আরও পড়ুনঃ এশিয়া কাপের ফর্মুলার কি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি?

ভারত চ্যাম্পিয়ন দল : রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, যুবরাজ সিং (অধিনায়ক), ইউসুফ পাঠান, ইরফান পাঠান, গুরকিরাত সিং মান, পবন নেগি, বিনয় কুমার, হরভজন সিং, ধওয়াল কুলকার্নি, রাহুল শুক্লা, আরপি সিং, নমন ওঝা, সৌরভ তিওয়ারি, অনুরীত সিং এবং রাহুল শর্মা।

পাকিস্তানের চ্যাম্পিয়ন দল: কামরান আকমল (উইকেট-রক্ষক), শারজিল খান, সোহাইব মাকসুদ, শোয়েব মালিক, ইউনিস খান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, আমির ইয়ামিন, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, আবদুল রাজ্জাক, তৌফিক উমর, মো. মোহাম্মদ হাফিজ, ইয়াসির আরাফাত, সাঈদ আজমল, ওমর আকমল ও তানভীর আহমেদ।