ICC Women’s T20 World Cup: আসন্ন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের(ICC Women’s T20 World Cup) তোরজোর শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান সহ একাধিক ক্রিকেট দলের মহিলারা। সেই দৌড়ে পিছিয়ে নেই ভারতের মেয়েরাও। 2024 মহিলা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রণক্ষেত্র এবার দুবাই। কাজেই সেখানেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাবেন মহিলা খেলোয়াড়রা। বহু আগে থেকেই চলছে সেই প্রস্তুতি। ভারতের তরুণী প্রতিভারাও প্রতিনিয়ত সান দিচ্ছেন নিজস্ব অস্ত্রে। নেট প্র্যাকটিসে কেউ ব্যাট হাতে ঝড় তুলছেন তো কেউ হাকাচ্ছেন উইকেট। তবে এবার নজরে থাকবেন ভারতের এক মহিলা অলরাউন্ডার(All-rounder)। যার পারফরম্যান্স আসন্ন 20 ওভারে ঘুম কাড়বে বিপক্ষের।
2024 মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডার
সূত্রের খবর, ভারতীয়(Indian) মহিলা দলের এক আক্রমণাত্মক অলরাউন্ডার বল হাতে এবার শত্রুপক্ষের চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় মহিলা দলের সেই কৌশলী বোলারের নাম দীপ্তি শর্মা(Deepti Sharma)। দীপ্তিই একমাত্র বোলার যে পুরুষ এবং মহিলা উভয় টি-টোয়েন্টি মিলিয়ে এখনও পর্যন্ত শতাধিক উইকেট নিজের নামে করেছেন। পাকিস্তানি বোলার নিদা দার এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরল প্রতিভা মেগান শুটের পরেই সর্বোচ্চ উইকেটধারী হিসেবে নাম রয়েছে ভারতের মেয়ে দীপ্তির।
এখনও পর্যন্ত গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারে দীপ্তির ঝুলিতে এসেছে 131 টি উইকেট। মাত্র 27 বছর বয়সে সর্বোচ্চ উইকেট প্রাপক হিসেবে দীপ্তি শর্মার নাম তৃতীয় স্থানে। 2014 তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল তার। ভারতীয় মহিলা দলের এই ডান হাতি অফ ব্রেক বোলারের ক্রীড়া শৈলী বহুবার দলকে সাফল্য পাইয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার মতো ঘটনা দর্শককে চাক্ষুষ করিয়েছেন এই খেলোয়াড়। কাজেই আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দীপ্তি হয়ে উঠতে পারে ভারতের উদ্ধারকারী। ফলে স্বাভাবিকভাবেই দীপ্তি শর্মার মতো একজন বোলার 20 ওভারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন ক্রীড়া জগতের একটা বড় অংশ।
আরও পড়ুনঃ টি টোয়েন্টিতে ভারতীয় দলে এলেন এক স্পিড স্টার,এবার ব্যাটসম্যানদের স্টাম্প উড়বে
প্রসঙ্গত, বল হাতে যেমন কার্যকরী অংশীদারিত্ব এক নিমেষে ভেঙে ফেলার ক্ষমতা আছে, ঠিক তেমনই ব্যাট হাতেও রানের বন্যা নিয়ে আসতে সক্ষম এই অলরাউন্ডার। ভারতের এই বাঁ হাতি মহিলা ব্যাটার 8 নম্বরে নামলেও একাধিক সহজ নক খেলেছেন দলের হয়ে। সমগ্র টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র 89 ম্যাচে 901 রান বানিয়ে নজির গড়েছেন দীপ্তি। প্রতিটি ম্যাচের অ্যাভারেজ রান 25। সব মিলিয়ে, ডান হাতে বল এবং বাঁ হাতে ব্যাট নিয়ে প্রতিপক্ষকে নিজের জায়গা বুঝিয়ে দিতে সর্বদাই প্রস্তুত থেকেছে ভারতের মেয়ে দীপ্তি শর্মা। আসন্ন ম্যাচে গুলিতেও কী সেই ছবি অভ্যাস থাকবে? উত্তর মিলবে খুব শীঘ্রই।