ICC Women’s T20 World Cup 2024: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে থাকবেন ভারতের এই 5 মহিলা খেলোয়াড়

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ICC Women’s T20 World Cup 2024: আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে(ICC T20 World Cup) অংশ নিতে ইতিমধ্যেই দুবাইয়ে উড়ে গিয়েছে ভারতীয় মহিলা দল। 4 অক্টোবর মহিলা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড(Women’s T20 World Cup) কাপে ভারতের(India) প্রথম ম্যাচেই প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মেয়েরা। তার আগে 29 সেপ্টেম্বর ওয়ার্মআপে ওয়েস্ট ইন্ডিজ এবং 1 অক্টোবর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। যদিও আসন্ন ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নয় দেশের মেয়েরা। লড়াইয়ের প্রস্তুতি নিয়ে অধিনায়কের গলাতেও শোনা গেছে সাহসী সুর। ইতিমধ্যেই পুরুষদের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবার পালা মহিলাদের। তবে বিশ্বকাপ মরশুম শুরুর আগে বিশেষ নজরে থাকবেন ভারতের 5 মহিলা খেলোয়াড়।

উচ্চ প্রত্যাশা রয়েছে 5 মহিলা খেলোয়াড়ের ওপর
বিগত আফ্রিকা সিরিজে ভারতের মহিলা ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছিল সকলের। চলতি বছরের 20 ওভারেও তাদের থেকে একই প্রত্যাশা করাটা খুব একটা ভুল হবেনা। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে তাজা তরুণী প্রতিভারা শত্রুপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানাবেন। তবে তাতে আখেরে ভারতের কতটা লাভ হবে সেটাই দেখার অপেক্ষা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু খেলোয়াড়ের উপর নজর থাকবে সব সময়। কারা তারা?

সাহসী অধিনায়ক হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur)
একজন অভিজ্ঞ কৌশলী অধিনায়কের দায়িত্বটা ভালই পালন করেন হরমনপ্রীত। 2017 – র বিশ্বকাপে তার 171 রানের অপরাজিত ইনিংস যা দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কোন ম্যাচে কীভাবে পাল্টি মারতে হয় সেই অভিজ্ঞতা রয়েছে ভারতীয় মহিলা অধিনায়কের। কাজেই আসন্ন টি-টোয়েন্টিতে নিজের জায়গা কতটা অক্ষুণ্ন রাখতে পারেন এই মহিলা খেলোয়াড় সেদিকেই চোখ থাকবে সকলের।

ওপেনার স্মৃতি মন্ধানা(Smriti Mandhana)
ভারতীয় মহিলা দলের ব্যাটিং লাইনআপে প্রথম সারির ওপেনার হিসেবে স্মৃতি মন্ধানার নাম আসে সবার আগে। চাপের মুহুর্তে দ্রুত স্কোর করা এবং সুসজ্জিত স্ট্রোক খেলার মতো বিশেষ ক্ষমতা রয়েছে এই মহিলা ব্যাটারের। বর্তমানে হরমনপ্রীতের পাশাপাশি দুর্দান্ত ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধানাও। কাজেই ভারতীয় ওপেনারের দিকেও যে বিশেষ নজর থাকবে তা স্পষ্ট।

অলরাউন্ডার দীপ্তি শর্মা(Deepti Sharma)
ভারতীয় মহিলা দলের একজন অমূল্য অলরাউন্ডার দীপ্তি শর্মা। কঠিন সময়ে তার অফ-স্পিন বোলিং যেকোনও গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। একই সঙ্গে, ব্যাট হাতেও বহুবার ঝড় তুলেছেন দীপ্তি। সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টিতে বিদেশের মেয়েদের সামনে তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

শেফালি বর্মা(Shafali Verma)
আগত টি-টোয়েন্টি বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভূমিকায় দেখা যেতে পারে শেফালিকে। তার আক্রমণাত্মক ব্যাটিং ইতিমধ্যেই নজর কেড়েছে সিংহভাগের। বল হাতেও তিনি কিছু কম নন। বলে রাখা ভাল, এই ভারতীয় মহিলা খেলোয়াড়ের বলের আক্রমণ ঘুম উড়িয়েছে বহু নামিদামি ক্রিকেটারের।

আরও পড়ুনঃ আসন্ন মহিলাদের T20 বিশ্বকাপ, ভারত কী পারবে চ্যাম্পিয়ন হতে?

নজরে থাকবেন বাংলার মেয়ে রিচা ঘোষ(Richa Ghosh)
বহুবার নিজের ক্রীড়া শৈলী দিয়ে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন বাংলার মেয়ে রিচা। উইকেট কিপার ওরফে ডান হাতি মহিলা ব্যাটসম্যান হিসেবেও বহু কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন তিনি। সূত্রের খবর, আসন্ন ম্যাচের জন্য পুরোদমে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। বর্তমানে ফর্মেও রয়েছেন এই বঙ্গ তরুণী।