ICC Women World Cup 2025: মহিলা বিশ্বকাপ আয়োজন করবে BCCI, ফাইনাল ম্যাচটি এই শহরেই হবে

Published On:

ICC Women World Cup 2025: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) Women’s Cricket World Cup 2025 ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। এটি ২৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে, যার ফাইনাল ম্যাচটি ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ESPNCricInfo-এর প্রতিবেদন অনুসারে, মহিলা ক্রিকেট বিশ্বকাপ ভারতের অন্যান্য শহরেও অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, রায়পুর এবং ইন্দোর।

৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিতব্য একটি বাছাইপর্ব টুর্নামেন্টের মাধ্যমে মহিলা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দুটি দল নির্ধারণ করা হবে। ছয় দলের এই টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে মোট আটটি দল ভারতে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। যদি পাকিস্তান এই টুর্নামেন্টের মাধ্যমে যোগ্যতা অর্জন করে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর মধ্যে পারস্পরিক চুক্তি অনুসারে তাদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এই ব্যবস্থাটি ২০২৫ সালের পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব পরিকল্পনার অংশ হবে।

কোন দলগুলো দ্বিতীয় সুযোগ পাবে?

২০২২-২০২৫ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের শেষের চারটি দল – বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং আয়ারল্যান্ড – মহিলা ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের দ্বিতীয় সুযোগ পাবে। তাছাড়া, এই টুর্নামেন্টটি ভারতের জন্য ঐতিহাসিক হবে, কারণ ২০১৩ সালের পর এটিই প্রথমবারের মতো ভারত ৫০ ওভারের মহিলা বিশ্বকাপের আয়োজন করবে। গতবার, ভারতীয় দল গ্রুপ পর্বের বাইরে এগোতে পারেনি। ২০১৬ সালে ভারত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করেছিল। ২০২২ সালের মতো ২০২৫ সালের আসরেও ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোট আটটি দল অংশগ্রহণ করবে।

ভারতের বিশ্বকাপ যাত্রা

এখনও পর্যন্ত ভারত মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। মহিলা দলের সেরা পারফরম্যান্স ছিল ২০১৭ সালে, যখন দলটি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রানার্সআপ হয়েছিল। এবার শিরোপা জিতে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারতীয় দল। এর আগে, ভারত তিনবার মহিলা বিশ্বকাপ আয়োজন করেছে। এটি প্রথমবার ১৯৭৮ সালে, দ্বিতীয়বার ১৯৯৭ সালে এবং তৃতীয়বার ২০১৩ সালে করা হয়েছিল।