ICC Women’s T20 World Cup 2024: সামনেই মহিলাদের T20 বিশ্বকাপ, ভারতের খেলা কবে কবে রয়েছে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ICC Women’s T20 World Cup 2024: চলতি মাস পেরোলেই শুরু হবে আইসিসি মহিলার টি-টোয়েন্টি বিশ্বকাপের(ICC Women’s T20 World Cup 2024) মহড়া। 2024 মহিলাদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের রণক্ষেত্র এবার দুবাই। যদিও পদ্মা পাড়ের দেশে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পতন সহ একাধিক অশান্তির জেরে সেখানে বাতিল করা হয় বিশ্বকাপ। কাজেই এবার দুবাইয়ের(Dubai) মাটিতে নিজেদের জাদু দেখাতে মরিয়া বিশ্বের বিভিন্ন দেশের মহিলা ক্রিকেটাররা। কিন্তু কবে থেকে শুরু হচ্ছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ? ভারতের(India) ম্যাচই বা কবে কবে? যাবতীয় প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন।

কবে কবে দেখা যাবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ?

প্রথম ম্যাচ, 3 অক্টোবর
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওয়ার্ম আপ শেষ করে প্রথম দুটি ম্যাচ রয়েছে অক্টোবরের 3 তারিখ। দুপুর সাড়ে 3 টে থেকে বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ শনাবেন স্কটল্যান্ডের মেয়েরা। পরবর্তী ম্যাচ সন্ধ্যা 7:30 টায়। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার এই ম্যাচে নজর থাকবে সকলের।

দ্বিতীয় ম্যাচ, 4 অক্টোবর
দ্বিতীয় গ্রুপ স্টেজে 4 অক্টোবর লড়াইয়ের ময়দানে নামবে 4 দেশের মহিলারা। প্রথম ম্যাচ শুরু হচ্ছে দুপুর সাড়ে 3 টে থেকে। দুপুরের বিগ ফাইট সাউথ আফ্রিকার মহিলা দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যে। দুপুরের ম্যাচের পর সন্ধ্যা 7:30 টা থেকে শুরু হচ্ছে ভারতের হরমন প্রীতদের যুদ্ধ, প্রতিপক্ষ দল নিউজিল্যান্ডের মেয়েরা। দেশের মহিলাদের বিশ্বকাপ মরশুমের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নজর থাকবে দেশবাসীর।

তৃতীয় গ্রুপের ম্যাচ, 5 অক্টোবর
তৃতীয় গ্রুপ স্টেজে, 5 তারিখ দুপুরে শক্তিশালী অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগেডের মুখোমুখি হবে শ্রীলংকার মেয়েরা। অন্যদিকে সন্ধ্যায় রয়েছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ মহিলা দল বনাম ইংল্যান্ড মহিলা দলের দুর্ধর্ষ ম্যাচ।

চতুর্থ গ্রুপের ম্যাচ 6 অক্টোবর
6 তারিখ দুপুরে রয়েছে বহু প্রতীক্ষিত পাকিস্তান বনাম ভারতীয় মহিলা দলের ম্যাচ। যা অত্যন্ত চিন্তাকর্ষক হবে বলেই আশা করছেন একাংশ। একইসঙ্গে রবিবারের সন্ধ্যায় রয়েছে আরও এক জমজমাটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড।

অক্টোবরের 7 এবং 8 তারিখ রয়েছে একটি করে ম্যাচ
7 তারিখ সন্ধ্যায় ইংল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে আক্রমণ শানাবেন শত্রুপক্ষ সাউথ আফ্রিকার মেয়েরা। অন্যদিকে 8 তারিখ রয়েছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এই দুই শক্তিশালী দলের মহিলাদের মহাযুদ্ধ।

9 অক্টোবরের ম্যাচ
অক্টোবরের নবম দিনে মাঠে নামবে চার দেশের প্রতিপক্ষরা। দুপুরে রয়েছে সাউথ আফ্রিকার সাথে স্কটল্যান্ডের মহিলা বিগ্রেডের লড়াই। সন্ধ্যার ম্যাচ নজর কাড়বে ভারতীয়দের। কারণ এদিন সন্ধ্যা 7 টা বেজে 30 মিনিটে শ্রীলংকার মেয়েদের বিরুদ্ধে মাঠে পা রাখবে ভারতীয় মহিলা দল।

এক নজরে অন্যান্য দিনের ম্যাচ…
অক্টোবরের 10 এবং 11 এই দুদিনই আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে একটি করে ম্যাচ রয়েছে। 10 তারিখে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং 11 তারিখ অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগ্রেডের মুখোমুখি হবে পাকিস্তানের মেয়েরা। 12 তারিখের ম্যাচ নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা এবং বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা।

অন্যদিকে 13 তারিখে রয়েছে দুটি ম্যাচ। প্রথমে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। এরপর সন্ধ্যায় ফের ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা ব্রিগেডের লড়াই। সবশেষে 14 তারিখ পাকিস্তান মহিলা দল ভার্সেস নিউজিল্যান্ডের মহিলা ব্রিগেড। অন্যদিকে 15 তে টি-টোয়েন্টি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মহিলাদের সামনাসামনি হবে ইংল্যান্ডের নারীরা।

আরও পড়ুনঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে থাকবেন ভারতের এই 5 মহিলা খেলোয়াড়

উল্লেখ্য, গ্রুপ পর্বে ভাল পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছাতে পারলে সেমিফাইনাল খেলবে দুই শীর্ষ দলের মেয়েরা। এখনও পর্যন্ত যা খবর আইসিসি মহিলা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল হওয়ার কথা অক্টোবরের 20 তারিখ। এখন দেখার, 2020 এবং 2023 টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ভারতের মহিলারা 2024 সে ফাইনালে যাওয়ার দৌড়ে কতটা এগিয়ে থাকে।