ICC: অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার, ভারতীয় মহিলা দলকে শাস্তি দিল আইসিসি

Published On:

বিক্রম ব্যানার্জী: কথায় বলে, মরার ওপর খাঁড়ার ঘা! ভারতীয় নারী বাহিনীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে লজ্জার পরাজয় দেখেছে ভারত। এবার সেই পরাজয়ের ওপর বাড়তি পাওনা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(ICC) শাস্তি মাথা পেতে নিল হরমনপ্রীতের দল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমন শানাতে গিয়ে আইসিসির শাস্তির মুখে পড়তে হলো হরমনপ্রীত সেনাকে। ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের ম্যাচ ফির 10 শতাংশ জরিমানা করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে। মূলত ওভার রেটের কারণে এই শাস্তি বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করায়, এই শাস্তি ভোগ করতে হলো ভারতীয় মহিলা দলকে। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট ভারতীয় মহিলা দলের শাস্তির কথা জানালে নিজেদের দোষ স্বীকার করে নেন অধিনায়ক হরমনপ্রীত।

উল্লেখ্য, গত 8 ডিসেম্বর অজিদের ঘরের মাঠ ব্রিসবেনে অস্ট্রেলিয়ার নারী বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নামেন রিচা ঘোষরা। তবে কাজের কাজ হয়নি। ম্যাচের শেষ প্রান্তে পৌঁছে 122 রানে হারতে ভারতের মেয়েদের। তবে পরাজয়ের যন্ত্রণা বুকে বাসা বাঁধার আগে ম্যাচ চলাকালীন হরমনপ্রীতদের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনেন মাঠে অবস্থানরত 4 আম্পায়ার ক্লেইরি পেসাক, ডোনোভান কোচ, ডেভিড টেলর এবং আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস।

ভারতীয় মহিলা ক্রিকেটারদের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন তাঁরা। যার জেরে আইসিসির খেলোয়ারদের আচরণবিধি 2.22 অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি পেয়েছে ভারতীয় নারী বাহিনী। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই আইন মেনে নির্ধারিত সময়ের প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির 5 শতাংশ করে জরিমানা দিতে হবে ভারতকে।

আরও পড়ুন: জুতোর দামে কেনা যাবে বিলাসবহুল বাড়ি-গাড়ি, বিশ্বের সবচেয়ে দামি 3 জুতোর দাম জানলে কেঁপে উঠবেন!