বিক্রম ব্যানার্জী: বক্সিং ডে টেস্টের ম্যাচ চলাকালীন সদ্য অভিষিক্ত তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যাম কনস্টাসের সাথে ধাক্কাধাক্কির দৃশ্যে ধরা পড়েছিলেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। এরপর থেকেই বিরাটকে লক্ষ্য করে ছুঁটে আসে বহু সমালোচনা। ধারাভাষ্যকার থেকে শুরু করে অস্ট্রেলিয়ান সমর্থক সকলের মনেই ছাপ ফেলেছিল বিরাটের লাগামহীন আচরণ। আর এহেন ঘটনাকে ইচ্ছাকৃত বলে দাগিয়ে কোহলির শাস্তির দাবি করেছিলেন অনেকেই। এবার সেই দাবিতেই দ্রুত সিলমোহর দিল আইসিসি(ICC)।
বিরাটের বিরুদ্ধে তরুণ অজি ক্রিকেটার কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগে সায় দিল আইসিসি। জানা যাচ্ছে, মেলবোর্নের মাটিতে বক্সিং ডে টেস্টের ম্যাচ চলাকালীন 10তম ওভারে দুই দলের খেলোয়াড়ের মধ্যে হওয়া ধাক্কাধাক্কি ও বচসার ঘটনায় ভারতীয় তারকাকে কাঠগড়ায় তুলেছে আইসিসি। সেখানেই শাস্তি হিসেবে জরিমানা ধার্য হয়েছে খেলোয়াড়ের। সূত্র বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য পা রাখা শ্বেতাঙ্গ খেলোয়াড়কে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার অপরাধে কোহলির ম্যাচ ফি থেকে 20 শতাংশ কেটে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
এখানেই শেষ নয়, বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ম্যাচ ফির 20 শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি শাস্তি হিসেবে কোহলির নামের পাশে 1 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। তবে স্বস্তির বিষয়, লেভেল 2 অপরাধ গণ্য করে কোহলিকে 4 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি। এই ঘটনা ঘটলে আগামী ম্যাচে নিষিদ্ধ হয়ে যেতেন খেলোয়াড়। ভারতীয় তারকার শাস্তি শুধুমাত্র 1 ডিমেরিট পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হয়েছে। যা আগামী 24 মাসের জন্য বহাল থাকবে। বলা বাহুল্য, আইসিসির নিয়ম অনুযায়ী, 2.12 ধারা লঙ্ঘন করেছেন কোহলি।
যেখানে মূলত বলা হয়েছে, ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড় যদি ইচ্ছাকৃত বা বেপরোয়া কিংবা উদাসীনভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। প্রতিপক্ষ খেলোয়ারকে আঘাত করা সম্পূর্ণ অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য। এবার সেই পথ ধরেই কোহলিকে মোটা অঙ্কের জরিমানা করে বসল আইসিসি। সূত্রের খবর, ভারতের এ প্লাস ক্যাটাগরি অনুযায়ী প্রতিটি টেস্ট ম্যাচের জন্য বিরাট কোহলি হাতে যায় 15 লাখ রুপি। এবার সেই নির্দিষ্ট মূল্য থেকে 20 শতাংশ অর্থাৎ 3 লাখ টাকা জরিমানা বাবদ কেটে নিচ্ছে আইসিসি।