ICC: এবার গড়াবে 2025 চ্যাম্পিয়নস ট্রফির চাকা! ভারতের দাবি মানল আইসিসি, রাখা হল পাকিস্তানের শর্তও

Published On:

বিক্রম ব্যানার্জী: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে 2025 চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুশ্চিন্তার ঘোর কাটল আইসিসির(ICC)। গতকাল, বৃহস্পতিবারের বৈঠকে ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(ICC)। তবে সেক্ষেত্রে পাকিস্তানের কোনও দ্বিমত নেই। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি আসন্ন ইভেন্ট গুলির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারত-পাকিস্তান উভয়ের দাবিতেই পড়েছে সীলমোহর। অর্থাৎ পিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে আগামী 2027 সাল পর্যন্ত সমস্ত আইসিসি(ICC) টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করার দাবি গৃহীত হয়েছে।

ভারতের দাবি ছিল হাইব্রিড মডেল অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে আনার। এবার সেই সু-চিন্তায় নতুন পালক যোগ করল আইসিসি। সূত্র বলছে, ভারত তাদের ম্যাচগুলি দুবাইয়ের মাটিতেই খেলতে পারবে। সেই সাথে সেমিফাইনাল এবং ফাইনাল দুই ম্যাচই দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারতের শর্তে মঞ্জুর আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্তগুলিতেও লাগাম টানেনি। ভারতে আয়োজিত আসন্ন ইভেন্ট গুলির ক্ষেত্রেও পিসিবির হাইব্রিড মডেলের দাবি মেনে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

তবে 2031 সাল পর্যন্ত নয়, পিসিবিকে গুরুত্ব দিয়ে 2027 সাল পর্যন্ত ভারতে আয়োজিত সমস্ত আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আসন্ন মহিলাদের ওডিআই বিশ্বকাপ ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলিতে হাইব্রিড মডেল মেনে ভারতে পা পড়বে না পাক ব্রিগেডের। পাকিস্তানের ম্যাচ গুলি নিরপেক্ষ ও পিসিবি পছন্দসই স্থানে আয়োজন করা হতে পারে।

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল পিসিবি। বলা হয়েছিল, আসন্ন টুর্নামেন্টটি যদি তাদের দেশে আয়োজিত না হয় সেক্ষেত্রে পাকিস্তান প্রতিযোগিতা থেকে তাদের নাম প্রত্যাহার করবে। পরবর্তীতে ভারতকে কাঠগড়ায় এনে প্রতিবেশী দেশের সাথে ম্যাচ বাতিলের হুমকিও দেওয়া হয়েছে পাক বোর্ডের তরফে। জবাবে আইসিসির তরফেও চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছিল।

এরপরই সুর নরম করে পিসিবি। ভারতের হাইব্রিড মডেলের দাবি মেনে টুর্নামেন্ট খেলতে রাজি হয়ে যায় দেশটি। তবে রাখা হয়েছিল বেশ কিছু শর্ত। এবার সেই শর্তের অধিকাংশে আইসিসির সীলমোহর পড়লেও চ্যাম্পিয়নস ট্রফির ক্ষতিপূরণের দাবিতে আইসিসি পাকিস্তানের সহায় হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি নবনিযুক্ত আইসিসি চেয়ারপারসন জয় শাহের বৈঠকে।

আরও পড়ুন: ইসলাম ধর্ম গ্রহণ করছেন রোনাল্ডো! জানালেন প্রাক্তন নাসের সতীর্থ