বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 চ্যাম্পিয়নস ট্রফি(Champions Trophy 2025) নিয়ে দড়ি টানাটানি চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। পাক সফর বাতিল করে আইসিসিকে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট(Champions Trophy 2025) আয়োজনের আবেদন জানিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের তরফে সেই দাবি মেনে নেওয়া অসম্ভব হয়ে উঠেছে। তীব্র মতপার্থক্যের জের, ভবিষ্যতে ভারত সফর বাতিলের হুমকি দিয়েছে পাকিস্তান। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মোক্ষম সময়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে বড়সড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
পাকিস্তানের ভারত সফর বাতিলের হুমকিকে নিশানায় এনে এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় মহাতারকা জানান, ‘পাকিস্তান যদি ভারতে আসতে না চায়, তাহলে তাই হোক। এতে ভারতের কিছুই যাবে আসবে না। খেলোয়াড়ের মতে, চ্যাম্পিয়নস ট্রফির তালিকায় অংশগ্রহণকারী দলগুলির যেকোনও ক্রিকেটার দুবাইতে টুর্নামেন্ট খেলতে রাজি। বর্তমান সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ খুব কমই দেখেন দর্শকেরা। তাই পাকিস্তানের উচিত তাদের অহংকার ঝেড়ে ফেলে হাইব্রিড মডেলে রাজি হয়ে যাওয়া। কেননা, ভারতীয় খেলোয়াড়দের পাকিস্থানে যাওয়া মানেই নিরাপত্তার সমস্যা।’
হরভজন আরও বলেন, ‘পাকিস্তানের দর্শকদের জন্য আমি সত্যিই দুঃখিত! এই ব্যাপারে তাদের কোনও দোষ নেই। তবে রাজনৈতিক পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে চলমান অস্থিরতার বদল ঘটবে না। পাকিস্তানের দর্শকদের জন্য এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে তারা কোহলি এবং অন্যান্য ভারতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ মিস করবেন।’
নিজের পাকিস্তান সফরের স্মৃতি উসকে দিয়ে খেলোয়াড় বলেন, ‘আমি যখন পাকিস্তানে খেলতে গেছি, তাদের তরফে ভাল আতিথেয়তা পেয়েছি। খাবারের জন্য কোনও রকম চার্জ দিতে হতো না। নিরাপত্তার চিন্তা ছিল না, সব সময়ে সাল উপহার পেতাম।’ পিসিবিকে উদ্দেশ্য করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের শেষ সংযোজন, ‘পিসিবির এবার কঠিন অবস্থান থেকে সরে আসা উচিত। টুর্নামেন্টির ভবিষ্যৎ অবাঞ্ছিত পরিস্থিতিতে নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না।’
আরও পড়ুন: সম্ভলে যাওয়া হলো না রাহুল-প্রিয়াঙ্কার, গাজিপুর সীমানায় ঢুকতেই থামল গাড়ির চাকা