BGT 2024-25: ‘বন্ধ দরজার পিছনে অনুশীলন করছে ভারত’, গাভাস্কার ট্রফি নিয়ে গম্ভীরের দলকে দুষলেন প্রাক্তন পাক তারকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: বিভিন্ন সময়ে নানান বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী(Basit Ali)। কখনও নিজের দেশের খেলোয়াড়ের প্রশংসা, কখনও আবার ভারতীয় দলের তুমুল সমালোচনায় মজে থাকতে পছন্দ করেন এই পাক প্রাক্তনী। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডের গাভাস্কার ট্রফির(BGT 2024-25) অনুশীলন নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন বাসিত(Basit Ali)।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে যথেষ্ট চাপে রয়েছে রোহিত-বিরাটরা। নেপথ্যে যদিও কেউইদের বিরুদ্ধে 0-3 ব্যবধানে সিরিজ হাড়ের লজ্জা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গোটা ম্যাচে নিজস্ব অস্ত্রে(স্পিন) ঘায়েল হয়েছে ভারতের ছেলেরা। কিউইদের বিপক্ষে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মুখ থুবড়ে পড়াটা যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে বিসিসিআইয়ের জন্য। কাজেই আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফর্ম করে সিরিজ হাসিল করতে হবে ভারতকে।

আর সেই লক্ষ্য নিয়েই নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বলা বাহুল্য, ইতিমধ্যেই রোহিতকে ছাড়াই(সম্প্রতি বাবা হওয়ায়) অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই চলছে, জোড় কদমে প্রস্তুতি। এহেন আবহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনুশীলন নিয়ে বড়সড় মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী। প্রাক্তন পাক তারকা বলেন, ‘এই মুহূর্তে ভারতীয় দলের আত্মবিশ্বাস কমে গিয়েছে, তারা বন্ধ দরজার পিছনে লুকিয়ে অনুশীলন সারছেন। এ কথা বলতে খারাপ লাগছে যে তারা আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে হারিয়েছে।’

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধ্রুব জুরেলকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী জানান, তার ব্যক্তিগত মতামত প্লেয়িং ইলেভেনে ধ্রুব জুড়েলকে রাখা উচিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকেই খেলানো ঠিক হবে। 5 বা 6 নম্বরে নয়, এদিন জুড়েলকে 3 নম্বরে ব্যাট করতে আসার কথা বলেন প্রাক্তন পাক তারকা বাসিত।

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে ভাগ্য বদলাতে অধিনায়ক বদলে ফেলল পাকিস্তান, শেষ রক্ষা হবে?