Gautam Gambhir: দীর্ঘদিনের শত্রু হয়ে উঠলেন শুভাকাঙ্ক্ষী, গম্ভীরের দুঃসময়ে পাশে দাঁড়ালেন প্রাক্তন পাক তারকা

Published On:

বিক্রম ব্যানার্জী: 22 গজে তারা ছিলেন একে অপরের সবচেয়ে বড় শত্রু! কোনও দিনই সেভাবে দুজনকে খোশ মেজাজে একসাথে দেখার সৌভাগ্য হয়নি ভক্তদের। 2007 সালের ওয়ানডে ম্যাচ চলাকালীন ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বী দলের দুই মহা তারকার তুমুল বাকযুদ্ধের দৃশ্য আজও ভারত ও তার প্রতিবেশী দেশের সমর্থকদের স্মৃতিতে তাজা হয়ে আছে। তবে শত্রু হলে কি জীবন যুদ্ধে চলার পথে সঙ্গ দেওয়া মানা? কখনই না। যা গম্ভীরের(Gautam Gambhir) দুঃসময়ে তাঁর পাশে থেকে প্রমাণ করে দিলেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি।

আইপিএল ইতিহাসে অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর কেকেআরের হাত ধরে কোচ হিসেবে সাফল্যের পথও মসৃণ করেছেন গম্ভীর। তবে পরপর বেশ কিছু সাফল্য যখন ধরা দিতে শুরু করেছে ঠিক সেই মোক্ষম সময়ে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব কাঁধে এসে পড়ে তাঁর। আর সেখান থেকেই শুরু হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দুঃসময়ের যাত্রা। কোচ হিসেবে গম্ভীরের পরিচালনায় অসংখ্য ত্রুটি ধরা পড়ে প্রথম দিকেই। তাঁর অধীনে শ্রীলঙ্কা সফরে গিয়ে 27 বছরের ইতিহাসে প্রথমবারের জন্য সিরিজ হারে টিম ইন্ডিয়া।

এখানেই থেমে থাকেনি গুরু গম্ভীরের দুর্ভাগ্য। সম্প্রতি ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে আক্রমণ শনাতে গিয়ে গলদঘর্ম অবস্থা হয়েছে রোহিতদের। গৌতম গম্ভীরের পরিকল্পনা ও পরিচালনায় নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্টে চুনকাম হয়েছে ভারত। আর এই পরাজয়ের বেশিরভাগ দায় গিয়ে পড়ে গৌতম গম্ভীরের ওপর। অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের কোচিং নিয়েও উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। ভারতীয় দলের নাস্তানাবুদ পরিস্থিতির পিছনে গম্ভীরের ভূমিকাকে কাঠগড়ায় তোলেন সমর্থকরা।

পরিস্থিতি যখন এমন, ঠিক সেই সময়ে 22 গজের চিরশত্রু গৌতম গম্ভীরের পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদা আফ্রিদি। প্রাক্তন ভারতীয় মহা তারকার প্রশংসায় সুর চড়িয়েছেন তিনি। গম্ভীর প্রসঙ্গে আফ্রিদির বক্তব্য, আইপিএলে অধিনায়ক ও কোচ হিসেবে কলকাতার নাইট রাইডার্সকে একাধিক শিরোপা তুলে দিয়েছে গৌতম গম্ভীর। বিগত আইপিএল মরসুমে শাহরুখের দলকে সাফল্য এনে দেওয়ার কারণেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

এর অর্থ ওই খেলোয়াড়ের মধ্যে কিছু আছে। প্রাক্তন পাক তারকা আরও জানান, কোনও ফ্রাইঞ্চাইজি দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচিং করার পরই জাতীয় দলে কোচিং করানোটা যথেষ্ট কঠিন। ফলত, টিম ইন্ডিয়ায় কাজ করার জন্য খুব কম সময় হাতে পেয়েছেন তিনি। আমার বিশ্বাস, তাঁকে আরও একটু সময় দিলে দলকে ভাল কিছু উপহার দিতে পারবেন। কেননা সব সিস্টেমই সময় সাপেক্ষ।

আরও পড়ুন: মাঝ মাঠে হেডের সাথে তুমুল বাক-বিতন্ডা সিরাজের, ভারতীয় বোলারের শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ ক্লার্ক