বিক্রম ব্যানার্জী: পাকিস্তানে(Pakistan) আইসিসির আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের(India) অংশগ্রহণ নিয়ে জল্পনার জট অনেকটাই বেড়েছিল। পিসিবির তরফে ভারতীয় প্লেয়ারদের সেদেশে গিয়ে খেলার অনুরোধও জানানো হয়েছিল বারংবার। তবে বিসিসিয়াই জানিয়ে দিয়েছে ভারতের খেলোয়াড়রা পাকিস্তানের মাটিতে পা রাখবে না। বরং চ্যাম্পিয়নস ট্রফির আসর পাকিস্তান থেকে সরিয়ে আরব আমিরাতে নিয়ে আসার কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড। এহেন আবহে ভারতকে বয়কটের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ(Rashid Latif)।
দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে বহু বছর পাকিস্তানের মাটিতে পা পড়েনি ভারতীয় ক্রিকেটারদের। যার জেরে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় প্লেয়ারদের যোগদান অনিশ্চিত হয়ে পড়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভির প্রতিবারের অনুরোধে কোনও উত্তর না আসায় সম্প্রতি ভারতের প্রতি কড়া মনোভাব প্রকাশ করেছেন পিসিবি প্রধান। তার বক্তব্য, ‘বিগত বছরগুলিতে ভারতের প্রতি যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে পাকিস্তান। কিন্তু এই ঘটনা যে সব সময় ঘটবে এমনটা নয়।’ মহসিন নকভির পর ভারতীয় দলের উদ্দেশ্যে জটিল সুর শোনা যায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের গলাতেও।
ভারতকে নিশানায় এনে রশিদ জানান, ‘এশিয়া কাপের মত খেলা গুলিতে প্রত্যেকটি দলের পাশাপাশি ভারতের কাছেও জানতে চাওয়া হয় অংশগ্রহণের ব্যাপারে। তবে এটি আইসিসি ইভেন্ট। যা আগামী 2031 সাল পর্যন্ত স্বাক্ষরিত রয়েছে। বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা ও স্পনসাররা এই বিষয়ে স্বাক্ষর প্রদান করেছেন। যদি কোনও দল অংশগ্রহণে রাজি না হয় তাহলে তাদের যথাযথ কারণ দেখাতে হবে। ঠিক যেমন ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া 1996 সালের শ্রীলঙ্কা সফরে যায়নি কিন্তু পরবর্তীতে ফাইনালে পৌঁছেছিল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো বড় দল গুলি পাকিস্তানে খেলতে আসছে। নিরাপত্তার কথা বললে সব দিকই দেখা উচিত।’
ভারতের পাকিস্তান সফর বাতিল প্রসঙ্গে রশিদ আরও জানান, ‘আইসিসি টিকে রয়েছে শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের জন্যই। এই দুই দল না খেললে কেউ খেলা দেখবে না।’ পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের শেষ সংযোজন, ‘ভারত দ্বিপাক্ষিক সিরিজে খেলতে চায় না ঠিকই। কিন্তু এটা তো আইসিসি ইভেন্ট। যেখানে বিশ্বের বিভিন্ন দল ইতিমধ্যেই স্বাক্ষর করে রয়েছে। তাই এই খেলায় অস্বীকার করলে তার যথাযথ কারণ দিতে হবে ভারতকে। না হলে বড় পদক্ষেপ নেওয়া হয়ে যাবে।’ ভারতের ত্রুটি উল্লেখ করে ভারতকে বয়কটের হুশিয়ারিও দেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ।
আরও পড়ুন: সেনা মৃত্যুর প্রতিশোধ! রাশিয়ায় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালাল ইউক্রেন