বিক্রম ব্যানার্জী: ভারত বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্ট চলছিল। বল হাতে উইকেটের এক প্রান্তে ভারতীয় তারকা মোহাম্মদ সিরাজ, অপরপ্রান্তে ব্যাটিং করছেন অজি তারকা ট্র্যাভিস হেড। এহেন আবহে হেডের উদ্দেশ্যে বল ছুঁড়তেই সিরাজের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন অজি ব্যাটার। বেশ কিছুটা সময় ধরে চলে দুই খেলোয়াড়ের বাক্যবান। যার জেরে ভারতীয় বোলারের শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রাক্তন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক(Michael Clarke)।
দিবা-রাত্রির টেস্ট ম্যাচে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ান তারকা ট্র্যাভিস হেড ও ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের মৌখিক দ্বন্দ্ব একেবারেই ভালভাবে নেননি সমর্থকরা। মূলত আম্পায়ারের প্রতি যথাযথ সম্মান না দেখানোর দাবি তুলে মোহাম্মদ সিরাজকে কাঠগড়ায় আনেন কিংবদন্তি অজি তারকা মাইকেল ক্লার্ক। গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হেডকে বল করার পরই ফিল্ড আম্পায়ারের কাছে এলবিডব্লিউর আবেদন না করেই উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন সিরাজ। ফলত, ভারতীয় বোলারের এহেন অপ্রত্যাশিত আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন হেড। শুরু হয় তুমুল বাকযুদ্ধ।
মাঝমাঠে মোহাম্মদ সিরাজের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক বলেন, ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ আম্পায়ারকে একেবারেই সম্মান করেননি। এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। তার শাস্তি হওয়া উচিত। সিরাজকে কাঠগড়ায় তুলে ক্লার্ক আরও বলেন, ব্যাটসম্যানের প্যাডে বল লাগিয়ে এলবিডব্লিউর আবেদন না করেই আউট হয়ে যাওয়ার সেলিব্রেশন শুরু করে দেন সিরাজ। এই কর্মকাণ্ডের পরও তার জরিমানা না হওয়ার ঘটনা সত্যিই অবাক করেছে আমাকে। পুরনো স্মৃতি উসকে দিয়ে ক্লার্কের শেষ সংযোজন, আমার মনে আছে আমরা যখন খেলতাম, বোলাররা এই ধরনের কাজ করলে তাদের জরিমানা করা হতো।