FIFA World Cup 2026: বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান দলগুলি কে কোন গ্রুপে? দেখে নিন তালিকা

Last Updated:

বিক্রম ব্যানার্জী: 2026 বিশ্বকাপের(FIFA World Cup 2026) বাছাই পর্ব শুরু হয়েছিল আগেই। শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপীয় অঞ্চলের ড্র সম্পন্ন হয়েছে। লাতিন আমেরিকা ও এশিয়ার বাছাই প্রক্রিয়া আগে শুরু হলেও ইউরোপের দেশগুলি এখনও পর্যন্ত বিশ্বকাপের যাত্রা শুরু করেনি।

তবে ড্র সম্পন্ন হওয়ার পর ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু করবে তারা। এদিকে উয়েফা নেশনস লিগে কোয়াটার ফাইনাল নিশ্চিত করা শক্তিধর দেশগুলির গ্রুপ এখনও ঠিক হয়নি। যদিও টুর্নামেন্টটিতে জয়ী এবং পরাজিত দলগুলি কে-কার সাথে খেলবে তা ঠিক হয়ে গিয়েছে।

সূত্রের খবর, নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে ইতালি ও জার্মানি মুখোমুখি হতে পারে। এই ম্যাচের সফল দল বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ এ তে জায়গা পাবে। যেখানে তাদের প্রতিপক্ষ দল হিসেবে নর্দান আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও স্লোভাকিয়া উপস্থিত হবে। তবে যারা এই ম্যাচে হারবে তাদের খেলতে হবে গ্রুপ আই পর্বে নরওয়ে, ইজরায়েল, এস্তোনিয়া ও মলদোভারের বিপক্ষে।

বেশ কিছু প্রতিবেদন মারফত খবর, 2026 ফুটবল বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা দখল করবে মোট 16টি দল। 12 গ্রুপের চ্যাম্পিয়ন 12টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি 4 দলকে প্লে-অফে দক্ষতার সাথে নিজেদের জায়গা সুনিশ্চিত করতে হবে।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান দলগুলির গ্রুপ

গ্রুপ এ : জার্মানি/ইতালি (জয়ী), স্লোভাকিয়া, লুক্সেমবার্গ নর্দান আয়ারল্যান্ড।

গ্রুপ বি : সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, সুইডেন, কসভো।

গ্রুপ সি: পর্তুগাল/ ডেনমার্ক (পরাজিত), গ্রিস, বেলারুশ, স্কটল্যান্ড।

গ্রুপ ডি : ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান, ফ্রান্স/ক্রোয়েশিয়া (জয়ী)।

গ্রুপ ই : স্পেন/নেদারল্যান্ডস (জয়ী), তুরস্ক, জর্জিয়া, বুলগেরিয়া।

গ্রুপ এফ : পর্তুগাল/ ডেনমার্ক (জয়ী), হাঙ্গেরি, আর্মেনিয়া, রিপাবলিক অফ আয়ারল্যান্ড।

গ্রুপ জি : স্পেন/নেদারল্যান্ডস (পরাজিত),পোল্যান্ড,লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, এবং মাল্টা।

গ্রুপ এইচ : রোমানিয়া, অস্ট্রিয়া, বসনিয়া, স্যান মারিনো, সাইপ্রাস।

গ্রুপ আই : জার্মানি/ইতালি (পরাজিত), এস্তোনিয়া, মলদোভা, নরওয়ে, ইসরায়েল,।

গ্রুপ জে : বেলজিয়া, ওয়েলস, নর্থ মেসিডোনিয়া,কাজাখস্তান, লিচেনস্টেইন।

গ্রুপ কে : ইংল্যান্ড, সার্বিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, লাটভিয়া।

গ্রুপ এল : ফ্রান্স/ক্রোয়েশিয়া (পরাজিত),চেকপ্রজাতন্ত্র, ফ্যারো আইল্যান্ড, জিব্রাল্টার, মন্টেনেগ্রো।

আরও পড়ুনঃ তৃতীয় টেস্টে ভারত-অস্ট্রেলিয়ার পথের কাঁটা বৃষ্টি, টিকিটের মূল্য ফেরত পাবেন দর্শকরা