বিক্রম ব্যানার্জী: ম্যাচ তো বটেই, ভারতীয় ক্রিকেট দলের(Team India) অনুশীলন দেখতেও মুখিয়ে থাকেন সমর্থকরা। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও একই ঘটনার সম্মুখীন হন রোহিত-বিরাট সকলেই। বর্তমানে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফির টেস্ট সফরে রয়েছে রোহিতের দল(Team India)। আর সেখানেই ভারতীয় তারকাদের অনুশীলন দেখতে হাজির হচ্ছেন শয়ে শয়ে ভক্ত। শোনা যাচ্ছে, দলের প্র্যাকটিসের সময় সমর্থকদের ভিড় একেবারেই পছন্দ করছেন না রোহিত শর্মারা।
দলের অনুশীলন পর্বে বিরাট সংখ্যক ভক্তের উপস্থিতি যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে ভারতীয় ক্রিকেটারদের। বেশ কিছু সূত্র বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত-বিরাট-পন্থদের প্র্যাক্টিস পর্ব শুরু হওয়ার আগেই মাঠে হাজির হয়ে যাচ্ছেন দর্শকেরা। টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাচ্ছেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় সমর্থকগণ। যার জেরে অনুশীলনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
ফলত, ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা এবং অস্বস্তির কথা চিন্তা করে অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার প্র্যাকটিস চলাকালীন ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা জানান, প্র্যাকটিস চলাকালীন খেলোয়ারদের পারফরম্যান্স এবং আগামী ম্যাচ সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। যা একান্তই ব্যক্তিগত। টিম ইন্ডিয়া চায় না সাধারণ মানুষ তাদের এই ব্যক্তিগত আলোচনায় অংশগ্রহণ করুক।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্ট শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিটম্যান বলেন, নেট প্র্যাকটিসগুলি খুবই ব্যক্তিগত। এই সময় দলের পারফরম্যান্স নিয়ে আমরা নিজেদের মধ্যে নানান আলোচনা করি। যা খুবই গোপনীয় এবং ব্যক্তিগত। আমরা চাই না দলের কথাবার্তা অন্য কেউ শুনুক। আমি এই প্রথমবার অনুশীলনের সময় এত সমর্থক দেখলাম। অনুশীলনের মোক্ষম সময়ে সমর্থকদের উপস্থিতির ঘোর বিরোধী রোহিত নেট প্র্যাকটিস শেষে, পরবর্তীতে মাঠে গিয়ে চুটিয়ে টিম ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য উৎসাহ জুগিয়েছেন।
আরও পড়ুন: মহারাজের কাছে মাথা নোয়াল শ্রীলঙ্কা, 109 রানের বড় ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার