Euro Cup 2024: বার্লিনে আসন্ন ইউরো যুদ্ধের আসর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আসরে ইউরো কাপের (Euro Cup 2024) দামামা বেজে গিয়েছে। সেই সঙ্গে বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা ২০২৪-এর গ্রুপ বিন্যাস ঘোষণা হল। জার্মানির (Germany) হামবুর্গে অনুষ্ঠিত হল ইউরো ২০২৪–এর লাকি ড্র। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ জার্মানি। আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। আগামী ১৪ জুলাই বার্লিনে (Berlin) হবে ফাইনাল।

৬টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৪টি দেশ

ইউরোর জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে জার্মানি। গ্রুপ বিন্যাসের আগে ২৪টি দলকে ৪টি প্লটে ভাগ করা হয়েছিল। সেখান থেকেই ড্র-এর মাধ্যমে ৬টি গ্রুপে ভাগ করা হয়। আয়োজক জার্মানির সঙ্গে গ্রুপ এ তে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড। পাশাপাশি গ্রুপ বি-তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি সহ রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। গ্রুপ সি তে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া। গ্রুপ ডি তে ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার সঙ্গে থাকছে প্লে অফের একটি দল। পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড বা এস্তোনিয়ার মধ্যে একটি দল যোগ দেবে গ্রুপ ডি-তে। গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও প্লে অফের একটি দল। ইসরায়েল, বসনিয়া ও হার্জেগোভিনা, ইউক্রেন ও আইসল্যান্ডের যে কোনও একটি দল ঢুকবে এই গ্রুপে। তুরস্ক, চেক রিপাবলিক ও পর্তুগাল গ্রুপ এফ থেকে প্লে অফের লড়াইতে শামিল হবে।

২১টি দল নিশ্চিত, ৩টি দল বাছাই বাকি

প্রসঙ্গত, ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের পর আবার একটি বড় প্রতিযোগিতার আয়োজক দেশ জার্মানি। ১০টি শহরে হবে প্রতিযোগিতা। গত বার ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইটালি। এ বারও রয়েছে ইউরোপের শক্তিশালী এই দুই দেশ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক জার্মানি ও স্কটল্যান্ড। প্রতিযোগিতার ২৪টি দলের মধ্যে ২১টি দল ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। বাকি তিনটি দল প্লে-অফ খেলে উঠবে।