ইংল্যান্ড তারকা বেন স্টোকসের বাড়িতে চুরি, খোয়ানো জিনিস ফিরে পেতে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: চোরের হাত থেকে নিস্তার পেলেন না ইংল্যান্ডের অন্যতম ক্রিকেটার তথা জাতীয় টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট চলাকালীন ক্রিকেট তারকার বাড়িতে চুরির ঘটনা ঘটে। যেই খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছেন খোদ স্টোকস নিজেই। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে দাবানলের গতিতে।

আরও পড়ুন: ইজরায়েলে পাল্টা হামলা চালালে ইরানকে তার ফল ভোগ করতে হবে! হুঁশিয়ারি আমেরিকার

ইংল্যান্ড তারকার বাড়িতে চুরির ঘটনা ঘটে 17 অক্টোবর সন্ধ্যায়। এদিন পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন স্টোকস। সেই ফাঁকে খেলোয়াড়ের বাড়িতে ঢুকে টাকা, সোনা- গহনা সহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে চম্পট দেয় কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক। জানা যায় চৌর্যবৃত্তিতে পটু সকলেই মুখে মাস্ক পরেছিলেন। যদিও এদিন বাড়িতে উপস্থিত ক্রিকেটারের স্ত্রী এবং সন্তানরা দুর্বৃত্তদের সামনে নিরব দর্শকের ভূমিকা পালন করছিলেন।

পরবর্তীতে সমস্ত ঘটনা জানতে পেরে চুরি যাওয়া জিনিসপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এগুলি খুঁজে দেওয়ার আহ্বান জানান খেলোয়াড়। স্টোকস লেখেন, ‘চুরির ঘটনাটা যখন ঘটেছে তখন তার স্ত্রী এবং দুই সন্তান বাড়িতেই ছিলেন। ভাগ্যিস তাদের কোনও ক্ষতি হয়নি। তবে বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি। চুরির ঘটনাটি আরও ভয়ানক রূপ নিলে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারত।’

উল্লেখ্য, ইংল্যান্ড তারকার X পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খেলোয়াড়ের বাড়িতে চুরি হওয়া জিনিসগুলির মধ্যে ছিল, 2020 সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান হিসেবে পাওয়া একজোড়া জুতো, তিনটি নেকলেস, একটি আংটি ও দুটি দামি ব্যাগ।