ISL 2024-2025: পরাজয়ের দুঃখ যেন কাটছেই না ইস্টবেঙ্গলের(East Bengal)! আইএসএলের(ISL) প্রথম দুই ম্যাচের হারের যন্ত্রণা বুকে নিয়ে চলতি মরশুমে প্রথমবার নিজের ঘরের মাঠ যুবভারতীতে এফসি গোয়ার(FC Goa) বিরুদ্ধে নেমেছিল কার্লস কুয়াদ্রাতের ছেলেরা। ম্যাচের প্রথম থেকেই স্টাইকার ডিমানটাকোসের অভাব বোধ করছিল দল। একই দিনে চোটের কারণে পাশে নেই সল ক্রেসপোও। সব মিলিয়ে সেই সুযোগই ম্যাচের প্রথম থেকে বারবার নিয়েছে গোয়া। নেপথ্যে রয়েছে লাল হলুদদের একাধিক ভুল। আর তার সদ্ব্যবহার করেই শুক্রবারের ম্যাচ ইস্টবেঙ্গলের হাত থেকে ছিনিয়ে নিল ভিন রাজ্যের দল। লিগের তৃতীয় ম্যাচে নাকানি চোবানি খেতে হলো বাংলার বহু প্রাচীন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবকে। শেষ পর্যন্ত, পরাজয়ের সাথে সাথে সমর্থকদের কন্ঠে ‘গো ব্যাক'(Go Back) স্লোগান শুনতে হলো লাল হলুদ কোচকে।
চলতি আইএসএলেই হারের হ্যাটট্রিকে(Hat-trick) নাম জড়ালো, লাল হলুদের। ফলাফল যে খুব একটা ভাল হবে না, তা বোঝা গিয়েছিল ইস্টবেঙ্গল খেলোয়াড়দের ছন্নছাড়া ফুটবল দেখেই। ম্যাচের প্রথম 21 মিনিটেই ইস্টবেঙ্গলকে জোড়া গোলের মালা পড়ালো গোয়ার ছেলেরা। যদিও হেক্টর ইয়ুস্তে, আনোয়াররা প্রবল চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। তবে লাল হলুদের গোলরক্ষক দেবজিৎকে আজ দারুণ ছন্দে দেখা গিয়েছে। কিন্তু তার চেষ্টাও হার মেনেছে গোয়ার প্লেয়ারদের পারফম্যান্সের কাছে। খেলা যখন 29 মিনিটের কাছাকাছি তখনই তালালকে ফাউল করেন গোয়ার ডিফেন্ডার। এরপরই পেনাল্টি আর তাতেই সুযোগের সদ্ব্যবহার করে ইস্টবেঙ্গলের মাহিদ তালাল।
প্রথমার্ধের খেলায় গোয়ার কাছে 2 গোল খেয়ে 1 টি শোধ দিলেও পরবর্তী গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লাল হলুদ ব্রিগেড। তবে হাফ টাইমের ওপারেও বেশিরভাগ সময় বল ছিল গোয়ার ছেলেদের পায়েই। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে তারা সুযোগ তৈরি করছিল। অন্যদিকে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আলগা হয়ে পড়েছে বারংবার। অন্যদিকে গোয়া কিন্তু গোলের সুযোগ তৈরিতেই ব্যস্ত ছিল। 65 মিনিটের পর পরপর দুবার গোলের পরিস্থিতি তৈরি হলেও তা বাস্তবে পরিণত হতে দেখা যায়নি।
আরও পড়ুনঃ মহালয়ার আগে যদি এমন স্বপ্ন আসে, তাহলে জানবেন পূর্বপুরুষরা এটি বলতে চাইছেন
অবশেষ 71 মিনিটের মাথায় গোয়ার হয়ে তৃতীয় গোলটি করেন বোরহা। এরপরই গোয়া ক্রমশ চাপ বাড়াতে থাকে লাল হলুদ প্লেয়ারদের ওপর। ম্যাচ দেখে মনে হচ্ছিল, মাঠে এক তরফা লিড করছে গোয়া। 80 মিনিট খেলা অতিক্রান্ত হওয়ার পরও সুযোগ করে উঠতে পারছিল না আনোয়াররা। তবে পরিস্থিতির বদল ঘটে 85 মিনিটে। আনোয়ার আলীর দূরপাল্লার শটে কাজ না হলে ফিরতি পথে বল জালে ঢোকান ডেভিড। তবে দুই গোল হজম করেও সময়ের কাছে হার মানতে হয় লাল হলুদ প্লেয়ারদের। শেষ পর্যন্ত ঘরের মাঠে গোয়ার কাছে পরাজয় স্বীকার করতে হয় বাঙালির প্রিয় দল ইস্টবেঙ্গলকে। পাশাপাশি আইএসএল মাশরুমের তৃতীয় ম্যাচেও একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হয় সমর্থকদের।