কেরালা ছেড়ে ইস্টবেঙ্গলের পথে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস্?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

দলবদলের বাজারে বড় চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল? সেই রকমেই জল্পনা শুরু হয়েছে ট্রান্সফার মার্কেটে। শোনা যাচ্ছে 2022-2023 মরশুমের গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস(Dimitrios Diamantakos) নিতে আগ্রহী ইস্টবেঙ্গল(East Bangal)।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিলো দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস কেরালা(Kerala )ছাড়তে পারে। সেই গুঞ্জনেই সত্যি হলো। নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে বিদায় জানালেন কেরালাকে। ইন্সটাগ্রামে আবেগঘন পোস্টে তিনি জানান, “দুর্ভাগ্যবশত কেরালায় আমার এই দুই বছরের দারুণ অভিজ্ঞতা এবং সফর শেষ হল।

একটা দল হিসেবে সেই মুহূর্তগুলো আমরা কথোপকথন করতেছি আমাকে সমুদ্র সব সময় স্বগত রাজনীতি। এর থেকে বেশি আমি হতে পারি। তিনি আরো বলেন, “আমি যোগদানের পর সমর্থকদের সমর্থন এবং ভালোবাসার শ্রেষ্ঠত্ব। যা সত্যিই অসাধারণ৷

এই গ্রিক স্ট্রাইকার 2022 সালে কেরালাতে যোগ দিয়েছিলেন। কেরালার মোট 38টা ম্যাচের গণনা করেছেন দিমিত্রিয়াস দিয়ামন্তাকোস। গোল্ড করেছেন 23টা। সব কিছু ঠিক থাকলে ইস্টবেঙ্গলেই পরবর্তী গন্তব্য হতে পারে দিমিত্রিয়াস দিয়ামন্তকোসে। লাল হলুদ জার্সি পরে নামা জিনিষ অপেক্ষায় বলা হয়।