বিক্রম ব্যানার্জী: অবশেষে ভারতের দাবিতেই পড়ল সীলমোহর। রাখা হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্তও। এক কথায়, দুই দেশের মন জুগিয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি(Champions Trophy 2025) আয়োজিত হতে চলেছে হাইব্রিড মডেলে। দীর্ঘ টানাপোড়নের পর চলতি মাসেই শেষ হচ্ছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। পিসিবির অপছন্দের হাইব্রিড মডেলে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরাতে। সেই পথ ধরেই আসন্ন 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে পাকিস্তানের শর্ত মেনেই। সে ক্ষেত্রেও হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের বদলে পাকিস্তানের ছেলেদের ম্যাচ অনুষ্ঠিত হতে পারে শ্রীলঙ্কার কলম্বোয়।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, আইসিসিকে বিপদ বিমুখ করতে শর্তের ভিত্তিতে সমঝোতায় এসেছে পিসিবি। সেই সাথে পুরনো দাবিতে অটল ভারতের ম্যাচগুলি দুবাইতেই স্থানান্তরিত হচ্ছে। জানা গিয়েছে, আগামী 2027 সাল পর্যন্ত আসন্ন আইসিসি ইভেন্ট গুলিতে ভারত এবং পাকিস্তান কেউই প্রতিবেশী দেশে গিয়ে ম্যাচ খেলবে না। 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ প্রচেষ্টায়। অন্যদিকে আসন্ন 2025 সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে মহিলা ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা। তবে এই ম্যাচগুলিতে পাকিস্তানের নারী বাহিনীর ভেন্যু এখনও জানানো হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে আইসিসি।
পাকিস্তানের এক জনপ্রিয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের হাইব্রিড মডেলের দাবি মেনে নেওয়ায় তাদের শর্তে বাঁধা হয়নি আইসিসি। কাজেই পিসিবির দাবি মেনে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ছেলেরা ভারতের বদলে শ্রীলঙ্কার কলম্বোতে খেলতে পারবে। এছাড়াও 2027-31 মরসুমে মহিলাদের আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে পাকিস্তান। তবে প্রশ্ন থেকে যায়, পিসিবির আর্থিক ক্ষতিপূরণের শর্ত নিয়ে। সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফির বেশকিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করার কারণে বিশেষ আর্থিক ক্ষতিপূরণ পাবে না পাক ক্রিকেট বোর্ড।
তবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতেই।
উল্লেখ্য, 2025 চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে দুবাইয়ের আরব আমিরাতে। অন্যদিকে একটি সেমিফাইনালসহ ভারত ছাড়া বিভিন্ন দেশ মিলিয়ে 10টি ম্যাচ গড়াবে পাকিস্তানের মাটিতে। বলা বাহুল্য, ভারত যদি কোনও কারণে সেমিফাইনাল বা ফাইনালে না ওঠে সেক্ষেত্রে বাকি দুটি ম্যাচও আয়োজিত হবে পাক ভূমিতেই। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। প্রাথমিক সূচি অনুযায়ী, 2025 চ্যাম্পিয়নস ট্রফি 19 ফেব্রুয়ারিতে শুরু হয়ে 9 মার্চ শেষ হওয়ার কথা। তবে তার চূড়ান্ত সময়সূচী নির্ধারিত হবে বিসিসিআই-পিসিবি ও আইসিসির আজকের বৈঠকে।