বিক্রম ব্যানার্জী: বৈভব সূর্যবংশী, একটা সময়ে ক্রিকেট জগতে কোনও কদর ছিল না এই নামের(Vaibhav Suryavanshi)। মাত্র 13 বছর বয়সী কিশোরের অজানা গল্প আলোচনায় এলো এক বছরে 49টি সেঞ্চুরি হাঁকানোর পরই। হ্যাঁ, বিহারের ছেলে বৈভবের(Vaibhav Suryavanshi) এই দুর্দান্ত রেকর্ড তাকে আইপিএলে দল পাইয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিক্রিত, কোটিপতি ছেলেটি নিজের ক্রীড়া শৈলীর ছাপ গেঁথে দিয়েছে দর্শকদের মনে। তার দাপুটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ফাইনালে জায়গা হয়েছে পদ্মা পাড়ের দল বাংলাদেশেরও। আগামীকাল অর্থাৎ 8 ডিসেম্বর ভারতের মুখোমুখি হবে তারা। আর সেখানেই ওপার বাংলার জয়ের পথে কাঁটা হয়ে উঠবে 13 বছরের বৈভব(Vaibhav Suryavanshi)।
অনূর্ধ্ব-19 এশিয়া কাপের বিগত ম্যাচগুলিতে যেভাবে নিজের ব্যাট ঘুরিয়েছেন বৈভব, তাতে রানের বন্যা ছিল অবশ্যম্ভাবী। মাত্র 13 বছর বয়সকে পুঁজি করে ভারতের এই কিশোর দেখিয়ে দিয়েছেন সাফল্যের পথে বয়স তো দুর অস্ত, কিছুই বাঁধা হতে পারে না। গতকাল অর্থাৎ শুক্রবার খুদে লঙ্কান বাহিনীর বিরুদ্ধে দাপটের সাথে ব্যাট করেছেন বৈভব। সেমিফাইনালের এই ইনিংসে মাত্র 36 বলে 67 রান হাঁকিয়েছেন তিনি। লঙ্কান বোলারদের নাকানি-চোবানি খাইয়ে 5টি ছয় ও 6টি চার মেরেছেন রাজস্থান রয়্যালসের এই নবাগত। এশিয়া কাপে মাত্র 4 ম্যাচে 167 রান রয়েছে বিহারের এই ছেলের ঝুলিতে। বৈভবের স্ট্রাইক রেট মূলত নজর কাড়ে সকলের। ভারতের এই খুদে তারকার গোছানো ক্রিকেট দেখে বোঝার উপায় নেই, সে টি-টোয়েন্টি নাকি 50 ওভারের ইনিংস খেলছে। ঝোড়ো ব্যাটিং করে দ্রুত রানের লক্ষ্য সুনিশ্চিত করা তার অর্জিত বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের লড়াইটা যেন নতুন মাত্রা পেয়েছিল 13 বছর বয়সী বৈভবের হাত ধরে। তিনি বারংবার প্রমাণ করে দিয়েছেন 1 কোটি 10 লাখ দিয়ে দ্রাবিড়েরা মূল্যবান রত্ন চিনতে ভুল করেননি। রাজস্থানের এই নবীন ব্যাটারের দুরন্ত ব্যাটিংয়ের কাঁধে চেপে লঙ্কান বাহিনীর পর ওপার বাংলার অনূর্ধ্ব- 19-দেরও যে পার করবে ভারত, একথা প্রায় নিশ্চিত। বলা বাহুল্য, 146 স্ট্রাইক রেটের এই খেলোয়াড় বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ শানাতে মুখিয়ে রয়েছেন। যা ওপার বাংলার সমবয়সীদের জন্য যথেষ্ট দুর্ভাগ্যের। যদিও ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-19-রাও। বৈভবের মতই শত্রুপক্ষকে কড়া জবাব দিতে সিদ্ধহস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিমও। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরি এবং গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে নেপালের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। গতকালই দুবাইয়ে সেমিফাইনাল ম্যাচে 39 বলে 50 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আজিজুল। তবে ভারতের বিরুদ্ধে সেই ম্যাজিক কাজ করে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: লরেন্স আতঙ্কে জর্জরিত সলমান! সিদ্দিকীপুত্রকে নিয়ে শহর ছাড়লেন অভিনেতা