BCCI: কিউইদের কাছে চুনকাম! টানা 6 ঘন্টা বিসিসিআইয়ের কাঠগড়ায় রোহিত-গম্ভীর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কিউই ব্রিগেডের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পরাজিত হয়েছে ভারত। টেস্টে চুনকাম হওয়ার পর লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে রোহিত ব্রিগেডের। ফলত দলের দুঃসময়ের কারণে তুমুল সমালোচিত হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এহেন আবহে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া সিরিজ। আর সেখানে ভারতকে 4-0 ব্যবধানে জিততেই হবে। যেই কাজ অজি তারকাদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হতে চলছে । এমন পরিস্থিতিতে ভারতীয় টেস্ট দলের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে তলব করেছে বিসিসিআই(BCCI)। শোনা যাচ্ছে কাঠগড়ায় তুলে টানা 6 ঘন্টা জেরা করা হয়েছে তাদের।

আরও পড়ুন: ট্রাম্প নির্বাচিত হওয়ায় অত্যন্ত খুশি বাইডেন! বললেন এই জয় ‘ন্যায্য ও স্বচ্ছ’

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় দলের হারের কারণ ও খেলার ধরন জানতে চেয়ে রোহিত ও গম্ভীরকে তলব করে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিতের নেতৃত্ব ও গম্ভীরের কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এদিন বোর্ড সচিব জয় শাহ ও সভাপতি রজার বিনি তাদের টানা 6 ঘন্টা জেরা করেন। সেই সাথে জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়া সফরের জন্য দলের বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কেও। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর কোচ ও অধিনায়ককে ভারতীয় বোর্ডের তলব ঘিরে উঠছে নানান প্রশ্ন। অনেকেই মনে করছেন দলের পারফরম্যান্সে ঘাটতি থাকায় যথেষ্ট মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে রোহিত-গম্ভীরদের।

যদিও এক সংবাদ সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের বিধ্বস্ত অবস্থা নিয়ে অধিনায়ক রোহিত ও কোচ গম্ভীরকে বেশ কিছু জটিল প্রশ্ন করেছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর। গম্ভীরের কোচিং ধরন থেকে শুরু করে তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে বসিয়ে দেওয়া ও সিরিজে উইকেট বেশি টার্ন করে বানানোর কৈফিয়ৎ দিতে হয়েছিল রোহিত-গম্ভীরকে। এছাড়াও সিরিজের প্রতিটি টিম ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল বোর্ডের দুই শীর্ষ কর্তার তরফে।

উল্লেখ্য, নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে দলের অন্দরে নানান ভুল সিদ্ধান্তকে কাঠগড়ায় তোলার পাশাপাশি এদিন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানো এবং কোন উপায়ে তা করা যাবে, এই বিষয়ে গভীর আলোচনা হয়েছে বলেই খবর। সেই সাথে খেলোয়াড়দের ব্যাটিং বিপর্যয় ও বোলিং লাইন আপের ক্ষেত্রে বুমরাহের অনুপস্থিতিকে বিশেষভাবে চিহ্নিত করেছেন বোর্ডের শীর্ষ কর্তারা। মনে করা হচ্ছে, বিসিসিআইয়ের টানা 6 ঘন্টার বৈঠকে অতীত ভুলে আগামী অস্ট্রেলিয়া সিরিজে দলের আটসাট রক্ষণভাগ ও আক্রমণের কৌশলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।