বিক্রম ব্যানার্জী: শুক্রবার আসন্ন 2025 আইপিএল মরসুম(IPL 2025) শুরু ও শেষের তারিখ ঘোষণা করেছে বিসিসিআই। সেই সাথে আগামী 2026 ও 2027 আইপিএল মরসুমের দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে। মেগা নিলামের আগেই আইপিএলের(IPL) তারিখ ঘোষণা করে বিদেশি খেলোয়াড়দের গোটা মরসুমে আইপিএলে রাখার জন্য বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ভারতের পড়শি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(BCB) কাছেও গিয়েছে সেই চিঠি। যেখানে গোটা আইপিএল মরসুমে(IPL 2025) কোন কোন খেলোয়াড় অ্যাভেলেইবেল থাকবেন তার তালিকা চাওয়া হয়েছিল। এবার সেই বার্তায় সাড়া দিয়ে 13 জন বাংলাদেশী ক্রিকেটারের একটি তালিকা পাঠিয়েছে বিসিবি(BCB)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে যেই 13 সদস্যের ক্রিকেটারের লিস্ট আইপিএল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে তাতে নাম রয়েছে বাংলাদেশের তাবড় তাবড় খেলোয়াড়ের। এমনকি গোটা আইপিএল মরসুম জুড়ে অ্যাভেলেইবেল বাংলাদেশী খেলোয়াড়দের তালিকায় বিসিবি নাম রেখেছে সাকিব আল হাসানেরও। সাকিব ছাড়াও তালিকায় নাম রয়েছে, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং ধুরন্ধর পেসার শহিদুল ইসলামের।
বাংলাদেশের পাশাপাশি আইপিএলের জন্য খেলোয়ারদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই সাথে গোটা আইপিএল সার্কেল অর্থাৎ 2027 পর্যন্ত 18 জন খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে দুঃখের বিষয় সেই তালিকায় নাম নেই অধিনায়ক বেন স্টোকসের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের আইপিএলের আসন্ন 3 মরসুমেই পাওয়া যাবে। তবে শ্রীলঙ্কার ক্ষেত্রে ফ্রাঞ্চাইজি গুলির ধরে রাখা খেলোয়াড় বাদে বাকি লঙ্কান ক্রিকেটারদের শুধুমাত্র 2025 আইপিএলের গোটা মরসুমে পাওয়া যাবে। বলা বাহুল্য, ইতিমধ্যেই রিটেইন শ্রীলঙ্কান খেলোয়াড়রা 3 মরসুমেই খেলবেন।
আরও পড়ুন: এক ঘণ্টায় 1575টি পুশ আপ, বিশ্ব রেকর্ড গড়লেন 59 বছর বয়সী ডোনাজিন